আমাদের কথা খুঁজে নিন

   

আমার জলরং অনুশীলন ২০০৬

জীবনটা যেন এক বর্ণীল প্রজাপতি পর্বঃ ০১ (জলরঙ্গে মাখামাখি) ছবি আঁকা শেখার চার বছরের ডিপ্লোমা কোর্সে সপ্তাহে মাত্র একদিন করে ক্লাস করেও বিভিন্ন ছুটি এবং প্রথম বর্ষে যেহেতুশেখার বছর ছিলো, তাই ওই সময় বাদ দিয়ে হলেও অনেক অনেক চিত্রকর্ম জমেছে। সেগুলোই সিরিজ আকারে প্রকাশ করবো বলে ভেবেছিলাম। তার উপরে ব্লগার বন্ধুদের পক্ষ থেকে সাড়া পেয়ে আরো ভালো লাগলো। আজকের ছবিগুলো এঁকেছিলাম বাসায় বসে প্রাকটিস করার জন্য। এগুলো একেবারেই প্রথম দিকের কাজ।

১। পোস্টার রঙ এ স্টিল লাইফঃ ২। আমের মুকুলঃ ৩। নাম না জানা ফুলের গাছঃ ৪। সুপারী গাছঃ ৫।

বোতলে রাখা মানিপ্ল্যান্ট গাছঃ (চলবে) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।