আমাদের কথা খুঁজে নিন

   

জলরং চিত্রের মতো



শিউলি ও কাশের পাতায় পাতায় ফুলে ফুলে সরোদের মতো পাকা তালের গন্ধের মতো শরৎ এসে বসে থাকে ঝকঝকে নীল আকাশের কোণে।অলস ভঙ্গিতে মৃদু পাখসাটে উড়ে যায় শাদা বক। উড়ে যায় জলাসার-শষ্পাবৃত শারদ শাঁওল ফ্লপি ডিস্কের মতো চাঁদ গলে-তরলিত চাঁদ নেমে আসে সুপোরি,নারকেল ও ইউকেলিপটাসের ছায়াচ্ছন্ন পাতার ফাঁকে ফাঁকে। ওস ঝরে,কোমল লাজুক পাখি ওড়ে-পুকুরের টলটলে জলে লাল-শাদা পদ্ম মেলে দল।শাদা মেঘ ওড়ে নীলের ভেতর। শরৎ নিরিবিলি বসে থাকে বোধের আড়ালে যেন বরফ শাদা গ্লেসিয়ার স্তূপ হয়ে বসে থাকে পেভমেন্টের ওপর।মাঝে মাঝে ছোপ ছোপ নীল আকাশ সম্মোহিত ভোর,দৃষ্টির তৃপ্তি,শাদা-লালচে শিউলি-সুবাস- শরৎ যেন রহস্যময় প্রথম প্রেমিকা হাসি মুখে বসে আছে ঝকঝকে পালঙ্ক বালিশে। সমাহিত,দাঢ্য,তুলি স্পর্শে জ্যান্ত হয়ে ওঠা জল রং বিমূর্ত চিত্রের মতো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।