আমাদের কথা খুঁজে নিন

   

জলরং এ আঁকা আমার কিছু স্থিরচিত্রের অনুশীলন

জীবনটা যেন এক বর্ণীল প্রজাপতি
জলরং এর অনুশীলন --------------------------------------------------------------------- ---------------------------------------------------------------------- ---------------------------------------------------------------------- ---------------------------------------------------------------------- অনেকদিন পেইন্টিং আপলোড করা হয়না। তাও প্রায় এক বছরেরও বেশি হবে। লোকজন মনে হয় ভুলেই গেছে আমার আসল পরিচয়টা। আমার ফেসবুক এর পুরানা বন্ধুরা জানে সেটা। কিন্তু, নতুন যারা নিয়ত যোগ হচ্ছে তারা ভাবে আমি শখের বশে ব্লগে আবজাব লেখা পোস্ট করতে আসি।

এমনিতে ছবি যে পরিমান আঁকি তা সব সময় শেয়ার করবো তার জন্য একটা ক্যামেরা দরকার। যে কোন একটা ক্যামেরা। কিন্তু, ওটার অভাবেই ছবি দেখাতে পারিনা। তার উপর আবার পেইন্টিং এর আকার বড় থাকে। তারে আবার ছোট করা, মানে নির্দিষ্ট সাইজের নাহলেতো আবার আপলোড হয়না।

একেক জায়গায়(একেক ব্লগে) একেক ফ্যাকড়া! আর, আমার ইন্টার্নেট লাইনটাও জব্বর ঢিলা। একটা কিছু আপলোড দিয়ে কন্যা দেখার 'সুইট স্লিপ' দিয়ে নেয়া যাবে। মাঝে মাঝে মনে হয়, ওর মাথায় বাড়ি দেই একটা। কিন্তু, তা দেইনা। নিজেকে অনেক কষ্টে শান্ত রাখি।

কারণ, তা না রেখে উপায় কি! এরে নিয়েই জীবনটা চালাতে হবে যে। আমার যে আর গত্যন্তর নেই। কি আর করা! যাহোক, এখানে আজ মাত্র কয়েকটি জলরং এর অনুশীলন চিত্র শেয়ার করলাম। এই পেইন্টিং গুলো দিনের অন্যান্য কাজে ব্যস্ত থাকার সময়ে হুট করে খাতাপত্র নিয়ে বসে আঁকা। তাই, ততটা মানসম্মত নয়।

আগামীতে ভালো পেইন্টিং দেখানোর চেষ্টা থাকবে। শেষ কথা এই যে, যারা এখনই ছুটি নিয়ে বাড়ি যাওয়ার প্লান করছেন এবং যাদের বাড়িতে গিয়ে আর ব্লগে বসার সুযোগ হবেনা তাদের আগাম ঈদ শুভেচ্ছা রইলো। সবাই ভালো থাকবেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।