আমাদের কথা খুঁজে নিন

   

আচ্ছা বলেন তো বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের সাথে কিসের সাথে তুলনা দেওয়া যায়?

অর্থহীন জীবন ব্লগার ভাইয়েরা কেমন আছেন? আশা করি ভাল সবাই। আমার লেখাটা ছোট। আশাকরি আপনাদের মুল্যবান সময় খুব কমই নষ্ট করব আমি। পোস্ট টার দিকে একটু নজর দিবেন। আমি একটা জিনিস বুঝতে পারছি না।

সেটা হল বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের কিসের বা কার সঙ্গে তুলনা দেওয়া যায়। তাই আপনাদের মতামতের আশা করছি। প্রধান মন্ত্রী বিদেশে গিয়ে ভাষন দিলেন, বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচন হতে হবে। বর্তমান সরকার দেশ চালনা করতে অক্ষম। শুধু খালেদা পারে সঠিক ভাবে দেশ পরিচালনা করতে।

যাদের দল সংসদীয় নির্বাচনে আসন পেয়েছে মাত্র ২৫ টা। আচ্ছা বর্তমান সরকার পতন করতে হবে, বুঝলাম। শেখ হাসিনার সরকার দেশ পরিচালনা করতে অক্ষম। সে কথা বিদেশে গিয়ে ভাষনে বলতে হবে কেন? তোরা তো জনগনের সাথে আছস, জনগন হচ্ছে গণতান্ত্রীক দেশের মূল শক্তি। এতো বড় শক্তি আছে তোদের সাথে।

তোরা কি করিস এতো বড় শক্তি হাতে নিয়ে। আবার, বিরোধীদলের চিপ হুইপ বলল, বর্তমান সরকারের উদ্দেশ্যে যে, বর্তমান সরকার জনগণের কল্যানমূলক কাজ করছে না, দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার বাইরে যাচ্ছে অথচ সরকার এর কোন ব্যবস্থা নিচ্ছে না বা নিতে পারছে না। এসব কিছু থেকে জনগণ বুঝতে পেরেছে বর্তমান সরকার আর দরকার নেই এই সরকারের পতন দরকার। তাহলে মাত্র কয়জন বিরোধীদলের নেতার এত কিছু করার কি দরকার? এতো কথার কি দরকার এতো আন্দলন হতাহত কি দরকার এদের। জনগন হচ্ছে দেশের সবচেয়ে বড় শক্তি।

দেশের সিংহভাগ জনগন এর মতামত এক হলে তারাই তাদের চাওয়া তুলে ধরবে। তারাই আন্দোলন করবে। তোরা তাদের নেত্রত্ব দিবি। আমার বলি যে, শুধু বিরোধী দল নয়। সব রাজনৈতিক দলই তাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষার্থে তাদের এই আন্দোলন ফান্দোলন।

আওমীলিগ লুটে খাচ্ছে বি. এন. পির তা সয্য হচ্ছে না। আর প্রধান বিরোধীয় দলের নেত্রীর কথার জন্য বলতে হয় বর্তমান সরকার কে পতন নয়। আপনাদের দুদলেরই পতন দরকার। বাংলাদেশের মতো দরিদ্র দেশের জন্য কি মধ্যবর্তী নির্বাচন উচিৎ। যার জন্য দরকার বিশাল অংকের অর্থ ব্যয়।

আমার মনে হয় বাংলাদেশের জন্য প্রয়োজন ব্যক্তিগত স্বার্থহীন, দলীয় স্বার্থহীন এবং জনগণের স্বার্থ চায়, দেশের স্বার্থ চায় যারা বাংলায় ভাষণ দিতে গিয়ে উচ্চারণে ঠেকে না যায় যারা ইংরেজিতে ভাষন দিতে গিয়ে বাংলিশ (ইংরেজির ভিতর বাংলা) না বলে এমন একটা রাজনৈতিক দল। আমি স্বাধারণ মানুষ অতো কিছু বুঝি না, ব্লগার ভাইদের কি মনে হয়? কমেন্টে এ জানাবেন। সবশেষে ধন্যবাদ সবাইকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।