আমাদের কথা খুঁজে নিন

   

আচ্ছা মাগো.................



আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো? তত্বাবধায়ক সরকারের চাইতে গণতান্ত্রিক সরকার কীভাবে ভালো? দেশের মানুষ এত কষ্ট স্বীকার ও টাকা পয়সা খরচ করে ভোট উৎসব পালন করলো, তার পরপরই জানাজার নামাজ শুরু হয়ে গেল। মতিউর রহমান সাহেব ক'দিন আগে একটা হেদায়েত দিলেন একটি ছাত্র সংগঠনের লাগাম টেনে ধরার জন্য, তার ফল হলো উল্টা। এখন গালি খাইতে খাইতে বেচারার জান খালাসের দোয়া পড়তে হচ্ছে। দেশের মানুষেরে ধৈর্য্য ধরার আহবান জানান যারা তারাই আবার প্রধানমন্ত্রী হলেও একমাসও ধৈর্য্য ধরতে পারেন না। তাদের জবান আক্রমণ করে সাংবাদিকদের।

যেন লেখাই আজন্ম পাপ। যার বাপের কথায় ৩০ লাখ লোক প্রাণ দিল, একটা দেশ স্বাধীন হলো, তার মুখের ভাষা শুনলে কারো কোন স্বাধীনতা আছে এটা বোঝা দুস্কর। আরেক জনাব, সদ্য নিজ রাস্ট্রের দায়িত্বপ্রাপ্ত, যার বাপ ছিলেন মিতবাক, স্বাধীনতার পরিকল্পনাকারী ও সংগঠক, যাকে মরতে হয়েছিল অন্যায়ভাবে জেলখানার মধ্যে নিষ্ঠুরভাবে, সে কিনা খুঁজে ফেরে 'স্যাবোটিয়ার'। হি ইজ লুকিং ফর স্যাবোটিয়ার। ।

আমাদের গত 'লুকিং ফর শত্রুজ' তাহলে ঠিকই ছিল। এখানে এলে সবাই গবেষক হয়ে ওঠেন। ছোট বেলায় আমরা সব দলের মিছিলে, মিটিং-এ যেতাম যু্দ্ধের পর পর। তখন বয়স ৯/১০। মজার সব (আমাদের কাছে) শ্লোগান শুনতাম।

যেমন- জাসদের মিছিল- 'ইন্দিরা মাসী আচল ধরে স্বর্গেএএ যাবগো। ' অন্যদিকে আওয়ামী লীগের মিছিল- 'শুনলে মোদের হাসি পায়, বালক নেতা গদি চায়,.... ইত্যাদি। বালক নেতারা গদিতে বসলে কেমন হয় আওয়ামী লীগ আগে থেকেই জানতো। ভাইবোন সকল বড় বেদনার মধ্যে দিনাতিপাত করছি। উপরের প্রশ্নের আলোকে একজন উপদেশক খুঁজছি।

দয়াল পার করো আমারে................. (দয়াল আছো কোথাও?)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।