আমাদের কথা খুঁজে নিন

   

আচ্ছা এসব কি সংস্কৃতি ?

আমি তোমাদের গান গাই মনে কয় টিভি টারে ভাইঙ্গা ফালাই,ইন্ডিয়ান চ্যানেলের জালা আর সহ্য করতে পারছিনা । ষ্টার জলসা , ষ্টার প্লাস ,জী বাংলা,ইটিভি বাংলা এই সব চ্যানেলের অনুষ্টান রীতি মত মন মেজাজ খারাপ করে দিচ্ছে । এক গেয়েমি সব সিরিয়াল আর অনবরত চলছে তো চলছেই । কত পর্ব অবধি চলবে তা পরিচালক নিজেই জানেননা । পরিবারের মাজে কিভাবে বেয়াদবি আর জগড়া করতে হয় তা ওই সব সিরিয়ালেই বিনা মূল্যে শিখানো হচ্ছে ।

মেয়েদের কে গড়ে তুলা হচ্ছে শ্রেষ্ট বেয়াদব আর কুটনা টাইপ এর । স্বামীর সাথে স্ত্রীর,বাবার সাথে ছেলের,মায়ের সাথে মেয়ের,ভাইয়ের সাথে বোনের,শশুর শাসরীর সাথে বর/কনের,কান আর মাথা বিগড়ানো আচরণ দেখলে রীতিমত মেজাজ ১০০% নষ্ট হয়ে যায় । নাই কোন আগা গুড়া ,সারাটা সিরিয়াল জুড়েই প্যাচ আর প্যাচ, একেবারে যেন জিলাপির প্যাচ । এত সব প্যাঁচা প্যাচি পরিচালক সাহেব করেন কিকরে ক্যাচ ।  আর পোশাখ,ওরে বাপরে তা দেখলে তো মনে হয় সবাই যেন একটা করে আলাদিনের চেরাগ পেয়েছেন ।

যখন নিজেকে যেভাবে খুশি সেই ভাবেই সাজাচ্ছেন ওই চেরাগের দত্ত্যকে দিয়ে । এখন তাদের বডি লেনগুইজ যেমনি থাকনাকেন তাতে ইনাদের কিচ্ছু যায় আসেনা ।  ৪৫ বছরের মহিলা হাত কাটা ব্লাউজ আর মশারি মার্কা শাড়ি পড়ে একেবারে উরাধুরা হয়ে নিজেকে তুলে ধরছেন ক্যামেরার সামনে সাথে তো মেকাপ নামের রঙের ছাপ তো দেহ জুড়ে আছেই । আর দিদিদের কথা কি বলব,নিজেদের লাজ লজ্জা কে বিষর্জন দিয়ে দিব্বি উর্ণা ছাড়া অভিনয় করছেন । তাদের দেখে মনে হয়না যে তারা সিরিয়ালের কোন রিয়াল মানুষ ।

তাদের দেখে মনে হয় সপিং মলের সাজানো পুতুল কিংবা আর্ট করা মূর্তি । আর আমাদের যা হচ্ছে সংসারে সন্ধ্যার পরে স্বামী চায় খবর দেখতে আর বউ চায় সিরিয়াল দেখতে,এই নিয়ে শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে কলহ । বেচারা স্বামী শেষ পর্যন্ত বউএর কাছে হার মানে ।  আচ্ছা এসব কি সংস্কৃতি ? আমরা কি এসব শিখব ? কাহিনী যাই হোক আমাদের অভিনেত্রীদের সু-শ্রী হয়ে ক্যামেরা বন্ধি হওয়া উচিত নয় কি? সংস্কৃতি সামাজিক কাটামোর অন্যতম একটি স্তর । আর এটাই যদি হয় আমাদের নুংরা তবে এ থেকে আমরা কিবা পেতে পারি ।

নুংরামি আর অসভ্যতা কখনো সমাজকে সু-শৃঙ্খল পরিবেশে গড়তে পারেনা । আমরা ক্রমশই এই পথের পথিক হয়ে সমাজকে শুধু ধ্বংশের দিকেই ঠেলে দিচ্ছি । তাই অচিরেই আমাদের এই নোংরামি মনোভাব দূর করে সমাজ,দেশ ও জাতিকে রক্ষা করতে নিজেকে তৈরী করতে হবে । অন্যতায় এই ধ্বংশ স্তুপ হয়ত একদিন আমাদেরকেই গ্রাস করবে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।