আমাদের কথা খুঁজে নিন

   

বেওয়ারিশ

কষ্ট পাই , কারন কষ্টকে ভালবাসি আমি যেতে চাইনি , আমাকে বাধ্য করা হয়েছে । বিশ্বাস কর আমি লাশ কাটা ঘরের অই অন্ধকার এর শীতলতা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল তখন শুধু একটা মুখ ই খুজেছি আমি যে মুখটাকে বিশ্বাস করতে পারতাম নিজের চেয়েও অনেক বেশী, যে পাশে থাকলে কষ্ট গুলোকেও হার মানাতে পারতাম সহজে । তুমি আমার জন্য কত কষ্টই না করতে , আমার একটু কষ্টে তোমাকে জাগিয়ে রাখত রাত আর চোখে থাকত আশীর্বাদ এর অস্রু তোমায় সান্তনার ভাষা কারো থাকত না। অথচ আজ দেখ আজ আমার পরিচয় তোমার সন্তান বা একজন মানুষ না আজ আমি শুধুই ক্ষতবিক্ষত আবর্জনা বেওয়ারিশ যে আমি গন্ধে শ্বাস নিতে পারতাম না সে আমাকে দেখে , সবাই মুখ চাপা দেয় অনেকে আসল তাদের পরিচিত জনকোথায় তা দেখতে , যতবারি আমাকে দেখেছে কেও তত বারি তারা দূরে গিয়ে থু থু ফেলতে বাধ্য হয়েছে। এখনো আমি খুজি একটা মুখ যে আমাকে আমার সবকিছু দেখে গব্ধে দূরে সরে যাবে না জড়িয়ে ধরবে পরম মমতায় । মা তুমি আমাকে কবে খুজে পাবে আমায় জড়িয়ে ধরে শেষ আদর করবে তোমার চোখের পবিত্র জলে আমার এই ক্ষত বিক্ষত পাপ ধুয়ে দিবে । আমি বেওয়ারিশ হিসেবে আবর্জনার মত যেতে চাই না মা, আমি তোমাকে একবার স্পর্শ করতে চাই একবার বলতে চাই>>>> হে পৃথিবী আমি বেওয়ারিশ না, আমি আবর্জনা না, আমাকে সবাই ঘৃনা করলেও আমার মা এখনো আমায় মমতায় ভালবাসে মা তুমি কোথায় , এই অবজ্ঞা আমার আর ভাল লাগছে না কত মানূষ তার স্বজন কে খুজে নিয়ে যাচ্ছে আমি জানি তোমার সিক্ত চোখ আজো আমাকে খুজছে মা আমি বাড়ি যেতে চাই মা আমি বড় অসহায় মা আমি এই লাশ ঘরে আর থাকতে পারছি না মা আমাকে নিয়ে যাও মা , নিয়ে যাও । আমি শেষবারের মত তোমার আদর মাখা হাতে একটু স্প্রর্শ পেতে চাই তোমাকে শেষ বারের মত দেখতে চাই আমি যাব মা , এই বেওয়ারিশ লাশ হয়ে থাকা আমি সহ্য করতে পারছি না । মা তুমি কোথায়???????????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।