আমাদের কথা খুঁজে নিন

   

ঐতিহাসিক নগরী সমরকন্দ,বুখারা,খীবা ও তিরমীজ,মধ্যযুগের সিল্করুট নগরী।(ছবি ব্লগ)

[img|http://media.somewhereinblog.net/images/thumbs/tawfiqtuhin_1306062104_1-800px-Registan_-_Samarkand_-_15-10-2005.jpg রেগিস্তানচক সমরকন্দ। কথিত আছে,শাহনামার কবি ফৈরদৌস তার রুবাইয়াতে লিখেছিলেন,প্রিয়ার গালের তিলের জন্য আমি সমরকন্দ ও বুখারার মত নগরীকে অকাতরে দিয়ে দিতে পারি। এটি পড়ে তৈমুর ক্ষুদ্ধ হোন,কবিকে ডেকে পাঠান এবং তাকে জিজ্ঞেস করেন যে,আমি তৈমুর আজ এত রক্তপাত,যুদ্ধ ,হানাহানি করে এই দুই নগরীকে নিজের আয়ত্বে আনি,তা কি এতোই সস্তা যে সামান্য তিলের বিনিময়ে বিলিয়ে দিবো?কবিরা কতো দায়িত্বজ্ঞানহীন কথা বলে,এটি পড়ে তিনি তাই বুঝলেন। আমি আজ এই বিস্মৃত দুই নগরীকে নিয়ে লিখতে বসলাম,কারন এই দুই নগরী যখন তাদের সেরা সময়ে ছিলো,তখন আজকের ১০টি মেগাসিটির একটিও ছিলো না দিল্লী বাদে। সমস্ত মধ্যযুগে এরা ব্যবসা বানিজ্যের তথা সিল্ক রুটের প্রধান কেন্দ্র ছিলো,কালের বিবর্তনে এরা আজ পিছিয়ে পড়েছে।

যদিও পর্যটকরা এখন আবার আকৃস্ট হচ্ছে। আমি সবকিছু ঠিক থাকলে আল্লাহর রহমতে এই নভেম্বরে উজবেকিস্তানে যাবো। আজ আমি এই নগরীগুলোর কিছু বিবরন দিবো। সমরকন্দ প্রাচীন সোগদিয়ানা সাম্রাজ্যের হাতে তৈরী,পরবর্তীতে ৩২৯খ্রিঃ পূর্বে এটি আলেকজেন্ডারের হাতে পরাস্ত হয়,সমরকন্দ নামের অর্থ পাথরের দূর্গ। আরবরা একে মাওয়ারুন নাহার বলে চিনতো।

পরবর্তীতে এটি সাসানিদ,আরব,তুর্কী,১২২০সালে চেঙ্গিস খানের করায়ত্ত হয়। চতুর্দশ শতকে এটি তৈমুর লংগের রাজধানী হয়। এ নগরীতে অনেক দর্শনীয় জায়গা আছে। এবার বুখারা,এটি মধ্য উজবেকিস্তানে অবস্থিত। এর নামের অর্থ ভাগ্যবান নগরী।

সংস্কৃত ভিহারা বা মন্দির থেকে এ নগরীর নাম বলে অনেকে মনে করেন। এটিও এক অপুর্ব স্থান। আর খিবা নগরী উজবেকিস্তানের দক্ষিনে তুর্কমেন সীমান্তে অবস্থিত। ইচান কালা এখানকার একটি অপুর্ব দর্শনীয় স্থান। তিরমীজ নগরী উজবেকিস্তানের দক্ষিনে আমু দরিয়ার পারে অবস্থিত।

হাদিস সংকলক আবু তিরমীজির মাজার এ নগরীতে। আমু দরিয়া এখানে উজবেকিস্তান ও আফগানিস্তানকে বিভক্ত করেছে। নিচে এ শহরগুলোর দর্শনীয় স্থানের ছবি দেয়া হলোঃ শাহ জিন্দা মাজার,সমরকন্দ। বিবি খানিম মসজিদ,সমরকন্দ। গোরকশীল,সমরকন্দ।

আশ্রাফিয়াব সমাধি,সমরকন্দ। নাদির শাহ মাদ্রাসা,সমরকন্দ। উলুগ বেগ মান মন্দির,সমরকন্দ। উলুগ বেগ মান মন্দির,সমরকন্দ। উলুগ বেগ মান মন্দির,সমরকন্দ।

বর্তমান সমরকন্দ শহর। শাহ জিন্দা মাজার,সমরকন্দ। উলুগ বেগ মসজিদ,সমরকন্দ। কলান মিনার,বুখারা। মীর আরব মাদ্রাসা,বুখারা।

কলান মিনার ও মীর আরব মাদ্রাসা,বুখারা। বুখারা দূর্গ। ঈসমাইল সামানি সমাধি,বুখারা। তিরমীজ মসজিদ। খীবা দেয়াল।

খীবা শহর।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.