আমাদের কথা খুঁজে নিন

   

আমার সাগর

এখনো অনেকটা পথবাকি একদিন এই সাগরটা আমার হবে আমি হব তার ভালোবেসে নীল জলে মিশে হব একাকার । তার পর একদিন অনেক অনেক নিষ্টুর কোন প্রেমিকের মত ছেরে যাব তাকে কিছুই থাকবে না শুধু হাহাকার। তার পর কত কত নীল ঢেউ এসে ফিরে যাবে জানব না আমি, অনেক কষ্টে,অনেক আভিমানে আরও লবণাক্ত হবে তার জল। ধীরে ধীরে ক্লান্ত হয়ে শান্ত হয়ে থেমে যাবে ঢেউ। তারপর আবার খুজে পাবে কাকে তারপর আবার ভালোবাসা আবার মায়াবী নীল ঢেউ, জানি পাশে থাকব না আমি সেদিন আমার মত থাকবে অন্য নামে ছন্নছাড়া কেউ ভালোবেসে গুনে যাবে ঢেউ। সাগর হয়ত নিরবে মেনে নেবে আমার প্রস্থান হয়ত অভিমানে গর্জন করবে তার ঢেউ কিন্তু কখনও কি জানবে আমার ভেতরেও যে তার মত একটা সাগর আছে কত আনন্দ বেদনার ঢেউ এ আমাকে ভাসিয়ে নিয়ে যায় অবিরাম নিত্য জোয়ার ভাটার মত আমিও যে কাদি হাসি মাঝে মাঝে ঝড় হয় অসহায় হয়ে জীবন স্রোতে ভাসি আর ভাসতে ভাসতে হাসতে হাসতে বলি ভালোবাসি ভালোবাসি। (cox-bazar)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.