আমাদের কথা খুঁজে নিন

   

নিয়ন্ত্রনহীন পশুত্ব

ক্ষমাসুন্দর দৃষ্টিতে আজ আর কিছু দেখা হয়না এই দেশে হৃদয়ের সব সৌন্দর্য্য সুদুর পরাহত ঘৃণা আর প্রতিহিংসার তীব্র আদিম স্রোতে মানুষের নিয়ন্ত্রনহীন পশুত্ব পশুদেরও হার মানায় মানুষ সম্ভ্রান্ত পশুশ্রেণীতেও স্থান পাবার যোগ্য নয়;মানুষ মানুষের মাংশ খায়। এই দেশে। মানুষগুলো কেমন যেন অধৈর্য্য কোন কিছু পাওয়ের জন্য মানুষ আজকাল অপেক্ষা বা প্রতীক্ষা কোনটাই করতে পারে না অধ্যবসায়,চেষ্টা,সাধনা এসব শব্দ কিংবা একবার না পারিলে দেখ শতবার এর মত বাক্য মানুষের চিন্তায় অপংতেয়। লোভের খুব বেশী তীব্রতা মানুষের ন্যায়-অন্যায় বোধকে বিস্মৃত করেছে; ছোট করে ফেলেছে ইতর প্রাণীতে। পুর্বপুরুষদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞানগর্ভ উপদেশ আর নীতিকথা আজ উপেক্ষিত খুব সুখ আর শান্তির পথে জন্মেছে আনেক দূর্বাঘাষ মানুষ ছুটছে অন্যায় আর দূর্নীতির স্রোতে বিত্তের জন্য; সমৃদ্ধি মানুষের কাম্য নয়। আচরণ দেখে মনে হয় এদেশের মানুষগুলো আর শান্তি চায় না,চায় না সুখও। যেন নিজেদের কবর নিজেরা খুঁড়ছে;সকাল দুপুর বিকেল কবর খুঁড়ছে তো ধ্বংশতো অনিবার্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।