আমাদের কথা খুঁজে নিন

   

মাধ্যমিক পরীক্ষার্থীর সর্বনিম্ন বয়স ১৫ বছর হচ্ছে

মাধ্যমিক পরীক্ষার্থীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছরে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে এ সীমা ১৪ বছর। এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অধীনে কারিকুলাম প্রণয়ন কমিটির কাছে সম্মিলিতভাবে একটি প্রস্তাবনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক ফাহিমা খাতুন গতকাল বৃহস্পতিবার কালের কণ্ঠকে এ কথা জানান। অধ্যাপক ফাহিমা খাতুন আরো জানান, চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে।

এ পরীক্ষার জন্য শিক্ষার্থীদের নিবন্ধনপ্রক্রিয়া শুরু করতে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার পাঁচটি বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে নেওয়া হবে। জেএসসি পরীক্ষার আদলে মাদ্রাসায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও নেওয়া হবে। গত বছর থেকে দেশে এ পরীক্ষা চালু করা হয়েছে। অধ্যাপক ফাহিমা খাতুন আরো জানান, চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে।

এ পরীক্ষার জন্য শিক্ষার্থীদের নিবন্ধনপ্রক্রিয়া শুরু করতে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার পাঁচটি বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে নেওয়া হবে। জেএসসি পরীক্ষার আদলে মাদ্রাসায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও নেওয়া হবে। গত বছর থেকে দেশে এ পরীক্ষা চালু করা হয়েছে। অধ্যাপক ফাহিমা খাতুন বলেন, সাধারণ শিক্ষায় জেএসসি পরীক্ষা হবে ৯ বিষয়ে এবং মাদ্রাসা শিক্ষায় জেডিসি পরীক্ষা হবে ১০ বিষয়ে।

প্রতিদিন একটি বিষয়ের পরীক্ষা হবে। তিনি জানান, এ পরীক্ষায় পাস করতেই হবে। পাস করতে না পারলে নবম শ্রেণীতে ভর্তি হওয়া যাবে না। মাধ্যমিকের বয়সসীমা : শিক্ষা বোর্ডে বয়স ও নাম সংশোধনের জন্য একটি কমিটি থাকে। কমিটিতে ৯৯ শতাংশ আবেদনই আসে বয়স সংশোধনের জন্য।

এতে দেখা যায়, অনেক শিক্ষার্থীই বিদেশে পড়তে যাওয়ার জন্য বয়স দুই-এক বছর বাড়িয়ে ১৪ থেকে কখনো ১৫ আবার কখনো ১৬ বছর পর্যন্ত করে। এ ছাড়া শিক্ষা নীতিতেও বলা আছে, ছয় বছর বয়সে একটি শিশু প্রথম শ্রেণীতে ভর্তি হবে। সে হিসেবে মাধ্যমিক পরীক্ষা দেবে ১৫ বছরে। কিন্তু বর্তমানে অধিকাংশ শিশুই চার-সাড়ে চার বছর বয়সে স্কুলে ভর্তি হয়ে যায়। এর ফলে পরীক্ষার্থীরা ১১ বছর বয়সে জেএসসি ও ১৪ বছর বয়সে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়।

কিন্তু বয়স কম হওয়ায় মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা দেশের বাইরে গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। এসব বিবেচনায় শিক্ষা বোর্ড বয়সসীমা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে অধ্যাপক ফাহিমা খাতুন বলেন, আগামী বছর থেকে দেশে নতুন কারিকুলাম ব্যবহার করা হবে। বর্তমানে সে লক্ষ্যে কাজ চলছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কারিকুলাম প্রণয়ন কমিটির কাছে সর্বনিম্ন বয়সসীমা ১৫ করার প্রস্তাবনা পাঠানো হবে।

তিনি আরো বলেন, জেএসসিতে বয়সসীমা ১১ বছর নির্ধারণ করতে হয়েছে। কিন্তু ১১ বছর বয়সে কেউ অষ্টম শ্রেণী পাস করে? মাধ্যমিক পরীক্ষার্থীদের ১৪ বছরের সঙ্গে মিল রেখে তা করতে হয়েছে। জেএসসি পরীক্ষা : চলতি বছরের জেএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয়পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র এবং গণিত বিষয় ছাড়া বাকি পাঁচ বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। গতবার এ পদ্ধতিতে কেবল বাংলা প্রথমপত্রের পরীক্ষা নেওয়া হয়েছিল। আগামী ২২ মে থেকে বিভিন্ন বোর্ডের অধীনে এ পরীক্ষার নিবন্ধনপ্রক্রিয়া শুরু হবে।

ঢাকা মহানগরে ৩১ মে এবং ঢাকা জেলায় ১ জুন শিক্ষার্থীদের নিবন্ধন করা হবে। নিবন্ধনের জন্য ঢাকা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. শাহেদ খবির চৌধুরী স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেএসসি পরীক্ষার নীতিমালা অনুযায়ী, ১৭ বছরের বেশি বয়সের কোনো শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে পারবে না। নিবন্ধনপ্রক্রিয়ায় শিক্ষার্থীর বাবা-মায়ের নামের আগে মি., মিসেস, মৃত, মরহুম, মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার, ডাক্তার, ড. ইত্যাদি এবং নামের শেষে এমএ, বিএ, এফআরসিএস ইত্যাদি লেখা যাবে না। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ৫৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

তবে বিলম্ব ফিসহ তা ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বোর্ড সূত্র জানায়, গত বছর যারা জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল এবং যারা দুই বিষয়ে অকৃতকার্য হয়ে নবম শ্রেণীতে ভর্তির অনুমতি পেয়েছিল তাদের চলতি বছর আর নিবন্ধন করতে হবে না। শুধু পরীক্ষার আবেদনপত্র পূরণ করতে হবে। দুই বিষয়ে অকৃতকার্য হয়ে নবম শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা চলতি বছর উত্তীর্ণ না হলে তাদের ভর্তি বাতিল হয়ে যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. শাহেদুল খবির চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ঢাকা জেলা ও ঢাকা মহানগরীর জেএসসি পরীক্ষার্থীদের নিবন্ধন অনলাইনে করা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.