আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামটা না হয় কষ্ট করে ভেবেই নিলেন!!

ভ্রমনে ভালোবাসি, আমি খুবই সাধারণ একজন মানুষ আর সবার মতো! ক্যাম্পাসে যাবার পথে(সকাল ১০.৩০ টার দিকে) মিন্টু রোডে নির্জন পথটিতে দেখলাম দুটি রিকশা আর একটি সিএনজি দাঁড়ানো। চোখ পড়ল এগুলুর পাশে এক লোক মাটিতে শুয়ে আছে আর দুজন লোক তাদের শুয়ে থাকা ব্যাক্তির মাথায় পানি ঢালছেন। এমন নির্জন জায়গায় দিনে আনে দিনে খায় (সিএনজি - রিকশাওয়ালা) একটি অসুস্থ লোককে প্রাণপনে শুশ্রুশা করে যাচ্ছে। এটাইতো মানবতা! তাই নয় কি? ক্যাম্পাস থেকে ফিরছি (৩.৩০ টার দিকে) রমনা পার্কের তাবলিগ জামায়াত মসজিদের পাশ দিয়ে। হঠাৎ খেয়াল করলাম এক ভদ্রলোক গাড়ি থামিয়েছেন ফুটপাত ঘেষে এবং ডানপাশে হাত দিয়ে চলাচলরত অন্য গাড়িগুলো থামার ইশারা দিচ্ছেন। পরক্ষনেই খেয়াল করলাম, রাস্তার ওপাশে মসজিদে আসা কিছু লোক(২০-২৫ জন) দাঁড়িয়ে আছে [গাড়ি বেশি এবং স্পিড বেশি থাকাতে তারা এপাশে আসতে পারছিল না] এবং গাড়ি থামার পরই তারা রাস্তা পার হওয়া শুরু করে দিয়েছে বুঝলাম নিরাপধে মসজিদে আসা লোকগুলোকে রাস্তা পার হতেই তিনি গাড়ি থামিয়েছেন, যদিও সবাই আসতে পারল না। তারপর যা দেখলাম তা তো স্বাভাবিক ঘটনা, আর কেউ আসার সুযোগ করে দিলোনা! সবাই যে যার মত করে গাড়ি চালিয়ে যেতে লাগলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।