আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামটা আপনারা দিবেন।



কয়েকদিন আগে সিঙ্গাপুর casino নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম এই শিরোনামে মানুষের কত টাকা থাকতে পারে (এক বিরল অভিজ্ঞতা থেকে বলছি)!!! । আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই মাসই আমি casino তে জব করব এবং অনেক ব্লগার বন্ধুরাও আমাকে এই পরামর্শ দিয়েছিল। আজ একটা ঘটনা আমার মনকে ভীষন ভাবে নাড়া দিয়েছে। প্রতিদিন আমি লক্ষ লক্ষ ডলার হাত বদল হতে দেখেছি। কেউ জিতছে কেউ হারছে আমার কিছুই মনে হয় নাই।

আজ দেখলাম ১৬ থেকে ১৮ বছর বয়সের একটা মেয়ে আসছে গেম মানে জুয়া খেলার জন্য। তখন রাত ৩ টা বাজে। আজ আমার রাতে ডিউটি ছিল। তার হাতে দেখলাম ৫০০০ ডলারের কয়েন। মেয়েটি সম্ভবত সিংগাপুরিয়ান হবে।

দেখতেও বেশ সুন্দরী। যাই হোক ভোর ৫ টার দিকে দেখলাম তার মুখটা খুবই বিষন্ন বার বার শুধু ডিংকসের অর্ডার দিচ্ছে। চিন্তা করলাম কারন কি তাকে এমন লাগছে কেন পরে দেখী তার হাতে মাত্র ২০০ ডলারের কয়েন মানে ৪৮০০ ডলার সে ইতিমধ্য হেরেছে। আমারো কেমন যেন মনটা খারাপ হয়ে গেল। প্রতিদিন আমি লক্ষ লক্ষ এমনকি কোটি ডলার ও হাত বদল হতে দেখেছি এই ক্যাসিনো তে।

কিছুই মনে হয় নাই আজ কেন যেন মনটা খুব খারাপ হয়ে গেল। আমি মনে প্রানে চাইতেছিলাম সে যেন জিতে যায়। কিন্তু সে আমার মনের আশাটা পুরন করতে পারল না মনে হয়। তবে আমার যখন ডিউটি শেষ তখন সকাল ৮ টা বাজে। তখন তার হাতে দেখলাম ৫৬০ ডলার।

জানি না এরপর কি হয়েছে। তবে আমি মনে মনে একটা সিন্ধান্ত নিয়ে ফেলেছি। এই ক্যাসিনো জব আমি এই মাস করে ছাড়তে চাইছিলাম কিন্তু এখন আমার সিদ্ধান্ত হলো এই সপ্তাহের ভিতর আমি এই জব ছেড়ে দিব। দরকার নাই আমার টাকার। এতো টাকার খেলা আমার ভাল লাগছে না।

আপনারা দোয়া করেন যেন আর একটা জব পাই। মেয়েটার জন্য খুব খারাপ লাগছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।