আমাদের কথা খুঁজে নিন

   

সরকারি প্রজ্ঞাপন: বাসভাড়া ১.৫৫ মিনিবাস ১.৪৫ টাকা !!!

ঢাকা-চট্টগ্রাম মহানগরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া পুননির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে যোগাযোগ মন্ত্রণালয়। ভাড়ার এই নতুন হার বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে বুধবার জারি করা আদেশে উল্লেখ করা হয়েছে। বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের পরিবহন-২ অধিশাখার উপসচিব ড. শাহ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারের ভাড়া যথাক্রমে ১ টাকা ৫৫ পয়সা ও ১ টাকা ৪৫ পয়সা। সর্বনিম্ন বাসের ভাড়া ৭ টাকা ও মিনিবাসের ৫ টাকা। এই প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ঢাকা মহানগরীর পার্শ্ববর্তী জেলা (নারায়গঞ্জ, মুন্সিগঞ্জ, গাজিপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) রুটপারমিটধারী বাস ও মিনিবাসের উভয় ক্ষেত্রে ভাড়ার হার হবে ১ টাকা ৪৫ পয়সা। এ ছাড়া, আন্ত জেলা ও দূর পাল্লার চলাচলকারী ডিজেল চালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ভাড়া ৯৪ পয়সা ও ৯৭ পয়সার স্থানে ১ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়। ঢাকা ও চট্টগ্রাম শহরে চলাচলকৃত সিএনজি অটোরিক্সার ভাড়া প্রতি কিলোমিটার ৭ টাকা থেকে বাড়িয়ে ৭ টাকা ৫০ পয়সা এবং বিরতিকালের জন্য ১ টাকা ২৫ পয়সা থেকে ১ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। অবশ্য অটোরিকশার সর্বনিন্ম ভাড়া ২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.