আমাদের কথা খুঁজে নিন

   

অ্যান্ড্রয়েড,আইফোন নাকি উইন্ডোজ?

বিশ্বজুড়ে নানা ক্ষেত্রে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, স্মার্টফোনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নেই। অ্যান্ড্রয়েড, আইফোন আর উইন্ডোজফোনের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা এখন স্মার্টফোনের বাজারে।
স্মার্টফোন কেনার জন্য কারও কাছে পরামর্শ চাইলে অভিজ্ঞতা থেকে তিনি তাঁর পছন্দের স্মার্টফোনটিই কেনার পরামর্শ দেবেন। কিন্তু তাঁরপরও স্মার্টফোন কিনতে গেলে অনেকেরই মন খুঁতখুঁত করে। অ্যান্ড্রয়েড, আইফোন নাকি উইন্ডোজ? 
সম্প্রতি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রযুক্তি বিশ্লেষকেরা তিনটি স্মার্টফোনের কিছু ফিচারের কথা জানিয়েছেন যা আপনার পছন্দের পণ্যটি কিনতে সহায়ক হতে পারে। প্রযুক্তি বিশ্লেষকেরা বলেন, স্মার্টফোনের ক্ষেত্রে ব্যক্তিবিশেষে পার্থক্য রয়েছে। যাঁরা অ্যান্ড্রয়েড কেনেন; তাঁরা মনে করেন যে, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডেই সুবিধা বেশি। স্মার্টফোনের বাজারে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন তৈরি করে স্যামসাং, সনি, এলজি থেকে শুরু করে নামকরা অনেক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। গুগল প্লে স্টোরসহ অনুসন্ধান সেবাদাতা গুগলের নানা সুবিধা নিতে অ্যান্ড্রয়েডই ভালো।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।