আমাদের কথা খুঁজে নিন

   

এ পৃথিবী মুমিনদের জন্য জাহান্নাম ও অবিশ্বাসীদের জন্য জান্নাত



ইবনে হাজর আসকালানী যখন কায়রোর প্রধান বিচারপতি তখন একটি মজার ঘটনা ঘটে। একদা তিনি শহরের সড়ক দিয়ে যাচ্ছিলেন। তার পাশে ছিল জনৈক ইহুদীর তেলের মিল। ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত দেহে জরাজীর্ণ তৈলাক্ত কাপড় পরিহিত অবস্থায় সে তখন নিজ মিলে কাজ করছিল। গাধার পিঠে আসীন বিচারককে দেখামাত্র লোকটি মিল থেকে বের হয়ে পড়ল।

গাধাটির অগ্রযাত্রাকে রোধ করে সে ইবনে হাজরকে বলল, আমার একটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনাকে যেতে দেওয়া হবে না। আপনাদের নাবী সত্যিই কি বলেছেন, এ পৃথিবী মুমিন মুসলমানদের জন্য জাহান্নাম (স্বরুপ) এবং অবিশ্বাসীদের জন্য জান্নাত (স্বরুপ)? ইবনে হাজর বললেন, হ্যাঁ, তিনি ঠিকই তা বলেছেন। লোকটি বলল, তা যদি ঠিক হয় তবে এবার আপনি আমাকে বলুন, আপনি কোন জাহান্নামে আছেন এবং আমি কোন জান্নাতে আছি? ইবন হাজার তৎক্ষণাৎ বললেন, আল্লাহ তা’আলা মুমিন, বিশ্বাসীদের জন্য জান্নাতে যে সব অফুরন্ত নেয়ামতরাজি, সুখ ও শান্তিময় জীবন রেখেছেন, তার তুলনায় পার্থিব এ জীবন তাদের জন্য জাহান্নাম স্বরুপ। আর, অবিশ্বাসীদের জন্য যে ভয়াবহ শাস্তি ও দূর্বিসহ জীবন জাহান্নামে রাখা হয়েছে, তার তুলনায় এ পৃথিবী তাদের জন্য জান্নাতস্বরুপ। ইবনে হাজরের জবাব শুনামাত্র লোকটি তাঁর দিকে হাত বাড়িয়ে দিল ও বলল, দয়া করে আমাকে দীন ইসলামের শীতল ছায়াতলে আশ্রয় দিন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.