আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন পোড়া ছাই

চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো কিছুটা লেগে যায় চিত্তে

আকাশের গায়ে যখন একাদশীর চাঁদ কাঁচা আলো ঢালে আমার মন পোড়ে সেই আলোর উত্তাপে! এমন জোসনারাতে একবার বেড়াতে যাওয়ার বাসনার চিতায়! স্বপ্ন পুড়লে বুঝি ধোঁয়া হয় তাতে??? তোমার কি মনে পড়ে না- কোন এক জোসনায় আমরা বেড়াতে যেতে চেয়েছিলাম সাগর পাড়ে শেষ বিকেলে যখন সাগর জলে স্নান শেষে সূর্যটা ঘুমিয়ে পড়বে বেলাভুমি ধরে হাঁটতে হাঁটতে আমরা মিলিয়ে যাব অসীমে। জোসনা ধোঁয়া রুপালী জলে মাঝরাতে আমরা ভিজব হাতে হাত ধরে। দিনমান কোছায় ভরে ঝিনুক কুড়াতে কুড়াতে আমি ক্লান্ত হলে তুমি সাগর হাতরে একটা শাদা শঙ্খ তুলে এতে দেবে আমায়। আমি সব ঝিনুক ফেলে তোমার শঙ্খটিকেই তুলে নেব হাতে। এমন কতো বার আমরা কল্পনায় চেপে সাগর পাড়ে যেতাম! অপেক্ষার প্রহরে বরফ জমে জমে পাথর হয়েছে পাহাড়। আজ তুমি আর স্বপ্ন দেখতে চাওনা আগের মতো কতবার তুমি সাগর পাড়ে যাও আমাকে ফেলে! কত শঙ্খ মাড়িয়ে তুমি বেলা ভুমিতে পথ চল কিন্তু আজও আমার স্বপ্ন পোড়ে সেই সাগর জলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.