আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় মহসিন ফাতেমা কমেন্ট মডারেশন করে লেখা দিয়ে বাবাকে নিয়ে গর্ব করা যায়না

গান শুধু গান !!!
আমার বাবা কেমন? একজন সন্তানের কাছে তার বাবা-মায়ের স্থান অনেক উঁচুতে, তথাপি সব সন্তান সমানভাবে বাবা-মায়ের মূল্যায়ন করতে পারে না। সে ব্যর্থতা উভয়ের। যদি বাবা-মা শৈশবে সঠিক শিা দিয়ে ছেলেমেয়েদের মানুষ করতে না পারে অথবা সন্তান যদি বাবা-মার দেয়া শিাকে পালন না করে তখনই ব্যত্যয় ঘটে। আমি আজ এমন এক বাবা-মায়ের কথা বলব যা হয়ত যারা জানেন তারা উপলব্ধি করতে পারবেন। আপনার বাবা আপনাকে সঠিক জ্ঞান দিয়েছেন বলে মনে হচ্ছে, কারন যাকে দেখলে মনের অজান্তে থু থু চলে আসে সে আপনার কাছে ফেরেশতা থেকেও ভালো, আলহামদুলিল্লাহ ।

আমার বাবা বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী। যার নাম বললে শুধু এই বাংলাদেশেই নয় বরং আন্তর্জাতিকভাবেও স্বীকৃত হই ও গর্ববোধ করি (গর্ব এই অর্থে যে মানুষ সম্মান করে , তবে মূলত আল্লাহর শুকরিয়া আদায় করি সর্বদা) আপনি এত গর্বিত বোধ করেন যে তাকে নিয়ে লিখতেও ভ্য় পান নাইলে কমেন্ট মডারেশন করেন কেনো । তিনি যদি এতই ভাল লোক হতেন তাহলে তার প্রতি অল্প কিছু মানুষ হলেও থাকবে কিন্তু আপনার বাবার প্রতি ভালবাসা খুব কম মানুষের আছে দেখেছি আর যাঁদের আছে তারাও বিশেষ কারনে ভালবাসেন । আমরা ছয় ভাই বোন; দুই বোন, চার ভাই। আমি সবার বড়, তারপর আবার মেয়ে...।

তাই বাবার হৃদয়ে আমার স্থান একটু বেশিই। আব্বু বলেন, “তোরা পাঁচ ভাই বোন এক পাল্লায়, আর তুই আর এক পাল্লায়...। ” [যাই হোক আসলে সব সন্তান আদরের, যা আমি নিজে আমার সন্তানদের মা হিসেবে বুঝি] আর এই কারণেই হয়ত বর্তমান পরিস্থিতির আলোকে কলম দিয়ে কিছু কথা জনসমুে পেশ করা জরুরি মনে করছি। আল্লাহর অশেষ রহমতে আমরা একটি সুন্দর, সুশৃঙ্খল ও ইসলামী পরিবেশে বড় হবার সুযোগ লাভ করেছি। আমার মা একজন স্বনামধন্য শিাবিদÑযিনি মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্য।

আমাদের বাবা ও মা একই আদর্শের বিধায় আমাদেরও সেই আলোকে গড়তে চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ তাদের সেই চেষ্টা বিফলে যায়নি। আমরা ছয় ভাইবোনই স্ব স্ব েেত্র তাদের দেখানো পথ ধরেই ইসলামী আন্দোলনের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরণ এই পথেই থাকব। ছোটবেলা থেকেই আমাদের মন মগজে যে জিনিসটার বীজ বপন করা হয়েছে সেই ইসলামের সৌন্দর্য আমরা সার্বণিক অনুভব করি। শত চড়াই উতরাই এর মাঝেও খুঁজে ফিরি আল্লাহর সন্তোষ।

শিক্ষিত ব্যক্তি হলেই ভাল লোক হবে এই ব্যাক্ষা আপনাকে কে দিয়েছে? নিশ্চয় আপনার বাবা । ক’দিন ধরে খুব কষ্ট পাচ্ছি সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে। জানি এগুলো মুমিনদের জন্য স্বাভাবিক পরীা, তবুও মানুষ তো কার না খারাপ লাগে নিজের বাপের নামে কটুক্তি শুনতে? তাও আবার যেমন তেমন বাবা নয়, আমাদের সাদাসিধে ও সদা বিনম্র উচ্চমার্গের একজন বাবাকে নিয়ে যখন বলে নিজেই অনেক সময় নিজেকে সান্ত্বনা দেই যে “পাগলে কিনা বলে”। ওরা যখন সংবাদে, মিডিয়াতে হেডলাইন করে ’৭১ এ মানবতা বিরোধী অপরাধের আসামি তখন খট করে কলিজায় আঘাত লাগে যে, যেই মানুষটা বর্তমান সময়ের সবচেয়ে মানবতাবাদী ও মানবদরদি (নিচের বাবা দেখে বলছি যে শুধু তা নয়, একজন পর্যবেক হিসেবে বলছি), তার এলাকার মানুষ সাী, তার পরিবারের সদস্যরা সাী, তার বাসার একজন কাজের লোকও একথা অকপটে স্বীকার করবে যে তার মতো মানুষ হয় না। বাসার ছোট্ট ১টি ঘটনা বলতে চাই, আব্বু যখন খেতে বসেন, বাটির মধ্যে সবচেয়ে ছোট্ট টুকরার মাছ-গোস্ত নিজে নেন আর বার বার জিজ্ঞেস করেন যে বাসার কাজের লোকদের খাওয়া হয়েছে কি না, তাদের কি দেয়া হয়েছে? ইত্যাদি।

আরও অনেক ঘটনা আছে যার সবটা আমি লিখে বুঝাতে পারব না এবং দরকারও মনে করি না। কারণ সবকিছু আল্লাহ্ দেখছেন এবং তিনিই এর সঠিক প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। আমাদের আব্বুকে কখনোই আমরা গালাগালি বা আমাদের মারধর করতে দেখিনি। সবসময় ধীর স্থির চরিত্রের তিনি। দুনিয়ায় চলতে গেলে মানুষকে তো মাঝে মাঝে কঠোরও হতে হয় কিন্তু আব্বুর মধ্যে সেই কঠোরতা কমই দেখেছি।

নিকটজনরা অনেক সময় ঠাট্টা করে বলে উনি তো দুনিয়ার জন্য তৈরি হয়নি। গত ৫ মে ২০১১ সেফ হোমে জিজ্ঞাসাবাদের নামে আমার বাবাকে যে মানসিক টর্চার করা হয় তার মধ্যে ১টি প্রশ্ন ছিল “আপনার সন্তানরা আপনাকে ঘৃণা করে না?” আমি বলতে চাই যিনি এ প্রশ্নটি করেছেন সম্ভবত তার সন্তানেরা তাকে ঘৃণা করে আর তিনি সেই ঢ়বৎপবঢ়ঃরড়হ নিয়ে প্রশ্ন করেছেন। আমরা আমাদের বাবাকে ফেরেস্তার চেয়েও ভাল জানি, কারণ ফেরেস্তাদের স্বাধীনতা নেই খারাপ কাজ করার কিন্তু মানুষের আছে। যদি মানুষ এই স্বাধীনতাকে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী পড়হঃৎড়ষ করে তাহলে সে ফেরেস্তার চেয়েও ভাল হতে পারে। আমরা ’৭১ দেখিনি, মুক্তিযুদ্ধও দেখিনি তবে বর্তমানকে দেখছি, ইতিহাসও পড়েছি।

কারও হধঃঁৎব বদলায় না। যারা বর্তমানে ভালোমানুষ হিসেবে পরিচিত, যাদের দ্বারা এই ৪০ বছরে একটিও কুকর্ম সাধন হয়নি তারা কি হঠাৎ বদলে গেছে? আর যারা বর্তমানে প্রতিনিয়ত অন্যায় করে বেড়াচ্ছে তারা কি তখন খুব ভালো ছিল? কখখনো না-কয়লা ধুলে ময়লা যায় না। ভালোরা সবসময়ই ভালো। আমার বাবকে আজকে যারা গালি দিচ্ছেন তারাও এক সময় একই মঞ্চে রাজনীতি করেছেন। তারা ভালো করেই জানেন ব্যক্তি উনি কেমন।

দ্বন্দ্ব শুধু আদর্শিক। কাজেই বিবেককে তালা মারবেন না তাহলে ১দিন বিবেকের দংশনেই শেষ হবেন। পৃথিবীতে বহু ভালো মানুষের আগমন হয়েছে আরও হবে। ইতিহাস সাী যে প্রত্যেক সফল ব্যক্তিরাই কুচক্রিদের ঈর্ষার শিকার হয়েছে। আমার আব্বুও এর ব্যতিক্রম নয়।

তার সাফল্য ও খ্যাতি দেখে যারা ঈর্ষান্বিত হয়ে জঘন্য চক্রান্ত ও মিথ্যাচার করছেন, তারা প্রকারান্তরে নিজেদেরই তি সাধন করছেন। দুনিয়াটা ণিকের। কেউই আমরা চিরদিন এ পৃথিবীতে থাকবো না। থাকবে আমাদের কর্মকাণ্ড। তাই জোর আবেদন এই যে এমন কিছু করবেন না যা ইতিহাসে কলঙ্ক হয়ে থাকে।

বর্তমান সরকার ও তার দোসরদের বলছি এমন কিছু করুন যা ইতিহাস ও বর্তমান প্রজন্মের শ্রদ্ধা জাগায়, স্মরণ করে স্বর্ণারে। তথাকথিত প্রগতিশীলদের পিতা সন্তানের যে সম্পর্ক আমরা এ সমাজে দেখতে পাই আমাদের অবস্থা সে রকম নয়। আলহামদুলিল্লাহ, আজকে আমার এই বয়োবৃদ্ধ বাবা আমাদের নিয়ে সন্তুষ্ট। সেদিন জেলখানায় দেখা করার সময় তিনি আম্মুকে বলেছেন, “তুমি আমার ছয়টা সোনার টুকরা ছেলে-মেয়েদের দেখে রেখ। ” আমাদের বাবার কাছে আমাদের কোন দুনিয়াবী চাওয়া পাওয়া নেই, তার ভালোবাসা ও দোয়ায় আমরা সিক্ত ও সন্তুষ্ট।

আর আমাদের বাবাও আমাদের কাছে অনন্য ও পরম ভালোবাসার ও শ্রদ্ধার। এ মুহূর্তে আর কিছু না হোক এ দোয়াই সার্বণিক করি “রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সগিরা। ” -“হে আল্লাহ, তুমি আমাদের পিতামাতার প্রতি সেরকম রহমত কর যেরকম তারা আমাদের শৈশবে আমাদেরকে করেছেন। ” আমিন। মহসিন ফাতেমা।

আপনার এই লেখাটা লিখতে এতটুকুও লজ্জাবোধ করেনি??? করার কথাও না কারন আপনার বাবা আপনাকে কিংবা আপনার বোন বা আপনার মাকে ৭১ এ ক্ষমতার জন্য পাকিস্তানি সৈন্যদের হাতে তুলে দেন নি গনিমতের মাল হিসাবে । আপনার ভাইদের তুলে দেয়নি বর্বর ভাবে হত্যা করার জন্য । আবার দিয়েছেও হয়ত কিন্তু আপনাদের চোখে পড়েনি । চোখে পড়ার কথাও না তাই আপনাকে আপনার বাবার কুকর্মের ইতিহাস চোখে আঙ্গুল দিয়ে দেখালেও চোখ্এ পড়বে না । তবে একটা জিনিষ আপনার চোখে পড়েছে দেখে ভালো লাগল সেটা আপ্নিই বলেছেন লোকজন আপনার বাবার নাম উচ্চারন করেন গালি হিসাবে ।

আমিও মনে করিনা আপনার বাবাকে ফাসিতে চড়ালে শাস্তি হবে তার কঠিন শাস্তি হলো তাকে বাচিয়ে রাখা আর প্রত্যেকদিন মনে করিয়ে দেওয়া তুমি ৭১ এ কি করেছিলে । এদেশের মানুষ যে ঘৃণা আপনার বাবার জন্য সংগ্রহ করে রেখেছে অন্তরে সেটা আপনার মহামহিম বাবা ১০বার জন্মগ্রহন করেও সেটা মুছতে পারবে না । আপনার পরিবারের জন্য মঙ্গল কামনা করছি এবং আপ্নারা যেন এই দেশে ততকাল বেঁচে থাকেন এই দেশে যতকাল এই দেশ বেঁচে থাকে তাহলে বুঝতে পারবেন যতদিন যাবে আপনার বাবার প্রতি এদেশের মানুষের ঘৃণা কিভাবে চক্রাকারে বৃদ্ধি পাচ্ছে ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.