আমাদের কথা খুঁজে নিন

   

স্কাইপ হচ্ছে মাইক্রোসফটের

বোরহান উদ্দিন আহমেদ (মাসুম)
শীর্ষ সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন ইন্টারনেট টেলিফোন সেবাদাতা প্রতিষ্ঠান স্কাইপ অধিগ্রহণ করতে যাচ্ছে। মাইক্রোসফট খুব শিগগির এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবে। ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা গত মঙ্গলবার এ কথা জানায়। পত্রিকাটি জানায়, এ ব্যাপারে মাইক্রোসফট ও স্কাইপের মধ্যে ৮৫০ কোটি ডলারের চুক্তি হতে পারে। তবে পত্রিকার এ প্রতিবেদনের ব্যাপারে মাইক্রোসফট বা স্কাইপ কোনো মন্তব্য করেনি।

এস্তোনিয়ার সফটওয়্যার প্রকৌশলীরা ২০০৩ সালে স্কাইপ প্রতিষ্ঠা করেন। এর প্রধান কার্যালয় লুক্সেমবার্গে। সারা বিশ্বের কোটি কোটি মানুষ তাদের কম্পিউটার বা স্মার্টফোন থেকে স্কাইপের মাধ্যমে ইন্টারনেট থেকে কম খরচে বা বিনা মূল্যে মুঠোফোন ও ল্যান্ডফোনে কথা বলে। বর্তমানে এর গ্রাহকসংখ্যা ৬৬ কোটি ৩০ লাখ। ইন্টারনেট নিলামকারী প্রতিষ্ঠান ইবে ২০০৬ সালে ২৬০ কোটি ডলারে স্কাইপ কিনে নিয়েছিল।

কিন্তু ২০০৯ সালে ইবে এর ৭০ শতাংশ বিক্রি করে দেয়। বর্তমানে স্কাইপের বেশির ভাগ শেয়ারের মালিক বিনিয়োগকারীদের একটি গোষ্ঠী। সুত্র
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.