আমাদের কথা খুঁজে নিন

   

চৈতালী বারতা

অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি....

নীল আকাশে মেঘের ভেলা আলো ছায়ার কি যে খেলা, বনে বনে ফুলের মেলা সৌরভে সুরভিতো সারা বেলা। বইলো বাতাস দিকে দিকে সুন্দরো এই চৈতালী দিনে। দোয়েল নাচে মিস্টি করে আপন মনে সুর সাধনে, কোকিল ডাকে কুহু করে হারায় যেনো পথ ভুলে, ভূবন চিল উড়ছে সুখে যাবে কোথা কোন সুদূরে? ধানের ক্ষেতে গঙ্গা ফড়িং উড়ছে সুখে তিড়িং বিড়িং, প্রজাপতির চনঞলো চপল পাখা যেনো নানা রঙ্গের ছবি আঁকা, কালো ভ্রমর নেচে নেচে গুন্জন করে প্রানের সুখে। কৃষ্ণচূড়ায় আগুন ঝড়া রাগে প্রকৃতি কথা কয় নতুন ভাবে, রাধাচূড়ার হলুদ হলুদ ফুল বলে যেনো শান্তির দ্বার খুল্‌। জারুল সেঁজেছে বেগুনী ফুলে হেঁসে উঠে দুলে দুলে। চৈতালী দিনের চন্ঞল গতি থাকুক সকলের জীবনের প্রতি, সকল প্রাণে শক্তি জাগুক নবঃ জীবনের স্বপ্ন দেখুক। দূর হয়ে যাক যত সব ব্যার্থতা আসবে আবার নবঃ জীবনের পূর্ণতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।