আমাদের কথা খুঁজে নিন

   

মডারেট মুসলিমঃ এটা কি জিনিস?

ভাল কথা বলুন

ইদানিং ইসলাম বা মুসলিম নিয়ে অনেক নতুন নতুন টার্ম লক্ষ্য করা যাচ্ছে, আর কিছু কিছু আগেই ছিল। এগুলো হচ্ছেঃ মৌলবাদী মুসলিম (Fundamentalist), চরমপন্থী মুসলিম (Extremist), মধ্যপন্থী মুসলিম (Moderate), উদারনৈতিক মুসলিম (Liberal) ইত্যাদি। আমার মতে যখন কোন মুসলিম অন্য কোন উদ্দেশ্যে নয় বরং আল্লাহর বানী বুঝা এবং মান্য করার জন্য আন্তরিক চেষ্টা করে তার দৃষ্টিকোন থেকে এমন বিভিন্ন প্রকৃতির মুসলিমের সংগার কোন মানে নেই। কিছু কিছু ক্ষেত্রে একেকজন মানুষ একেক রকম ভাবে কোরানের মানে বুঝে। এর মূল কারণ একটা দুইটা আয়াত পড়ে কোন কিছুর মানে বুঝার চেষ্টা করা, কোরান বুঝতে হলে সম্পূর্ণ কোরানকেই বিবেচনায় আনা দরকার।

সুতরাং, মুসলিমদেরকে সর্বদাই ওপেন মাইন্ডেড থাকতে হবে, কোরানের কোন আয়াতের অর্থ সম্পর্কে আগে যা ধারণা ছিল পরে যদি তার চেয়েও সত্য, সুন্দর এবং মহৎ অর্থ বুঝা যায় তাহলে তা অবশ্যই গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। নবী (সঃ ) এর পর কারোরই দাবী করা উচিৎ নয় যে সে সম্পূর্ণ কোরানের সমস্ত বানী পুরোপুরি বুঝে ফেলেছে এবং এই বুঝাটা ভবিষ্যতে আর পরিবর্তনযোগ্য নয়। বরং সবসময় প্রস্তুত থাকতে হবে, সত্য যখনই ধরা দেবে তখনই তা গ্রহণ করতে হবে। একজন মুসলিমকে তখনই চরমপন্থী বা মৌলবাদী ইত্যাদি বলা যায় যখন ইসলাম সম্পর্কে তার ধারণা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে এবং যার উৎস হচ্ছে যতটা না কোরান/সুন্নাহ তার চেয়ে বেশী পারিবারিক ট্র্যাডিশন অথবা কোন স্কলার বা অন্যান্য কারও যেমন পীরের মতামত, আর যদিও সে ভবিষ্যতে বুঝতে পারে যে তার ধারণায় ভুল ছিল তবু ইসলাম সম্পর্কে এই ধারণায় সে কোন পরিবর্তন আনতে অনিচ্ছুক। এরাই আসলে পথভ্রষ্ট।

এরা ইসলামের নামে জঘন্য কাজ করতে দ্বিধা করেনা। আর যাদেরকে মডারেট বা উদারনৈতিক বলে সংগায়িত করা হয় তারাও একই ধরনের উৎস থেকে ইসলাম সম্পর্কে জানে কিন্তু কোরান/সুন্নাহ থেকে নিজে নিজে নতুন করে শিখার আগ্রহ কম দেখায় পার্থক্য শুধু এই যে তারা ইসলামের নামে জঘন্য কাজ করেনা। এরাও যে খুব সুপথে আছে তা বলা যায়না। অতএব সবাইকেই আহবান জানাই, আল্লাহকে কে জানার জন্য, সত্যকে বুঝার জন্য খোলা মনে আন্তরিক চেষ্টা করুন, অন্যের কথায় নয় বরং নিজেই সত্য জানার চেষ্টা করুন, আল্লাহ অবশ্যই সঠিক পথ দেখাবেন ইনশাল্লাহ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.