আমাদের কথা খুঁজে নিন

   

এদের কেউ কেউ নিজের বিএমডব্লিউ গাড়ীখানা কার্গোতে পাঠিয়ে দেয় ইউরোপে, ওখানে গিয়েও কাতার নেমপ্লেট লাগিয়ে নিজের গাড়ী হাঁকিয়ে চলার আনন্দ আর সেই সাথে.....

তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, বিপুল যাহার আশা, অটল যাহার সাধনা

সূক ওয়াকিফে প্রায়ই আরবী গানবাজনার অনুষ্ঠান হয়। আজ রাতেও হচ্ছে। সামনে আরব নারী পুরুষ বসে আছেন। কারো মুখে জুসের পাইপ, কারো মুখে হুক্কার। কিছু তরুন গানের তালে নাচছে।

আরবদের নাচের ধরণও ভিন্ন। পায়ের নাচানাচিই বেশী, এর সাথে হালকা ভাবে কোমর দোলায়। একহাত উঁচু করে আঙুল উঁচিয়ে তাসবীহ ঘুরাচ্ছে, কেউ কেউ খালি হাত দু পাশে ছড়িয়ে প্রকাশ ঘটাচ্ছে আনন্দের। যে লাইনগুলো ভেসে আসছে গানের, এসবের অর্থও ভিন্ন ধাঁচের। আরব দেশের গান, এজন্যই হয়তো তাদের গানের কথায় আমাদের দেশের মতো নদ নদী, বাগানের কথা তেমন নেই।

আমার কানে যে কথামালা ধ্বনিত হচ্ছে, এর অর্থ এমন: তোমার ডাকে আমি ছুটে যাব মরু পেরিয়ে, বালুঝড় কিংবা সাহারার আধাঁর কিছুই দমাতে পারবেনা আমার গতি, এমনকি জাহান্নামের ধোঁয়া আটকাবে না আমার ছুটে চলা.. ও প্রিয়তমা.. এ জাতীয় কথার গান। ইসলামের বাণী নিয়ে যারা জয় করেছিলেন আধা জাহান, সেসব মহাপুরুষদের একালের প্রজন্মের হাতে আজ শোভা পায় মার্সিডিজ আর বিএমডব্লিউ গাড়ীর চাবি, মুখে ফুসফুস নয়তো বাদাম। সূক ওয়াকিফে বিনোদনের জন্য যারা হেঁটে বেড়াচ্ছে আমার পাশ দিয়ে, আমি চেয়ে চেয়ে দেখি, ওদের দাঁতগুলোর সারি স্বর্ণে বাঁধানো, গায়ে চকচকে আভিজাত্যের কোর্তা আর মাথায় সফেদ রুমালের উপড় কালো গোল ইকাল, শরীর থেকে ছড়িয়ে পড়ছে মূল্যবান খুশবু কিংবা আম্বার ধোঁয়ার ঘ্রাণ, নিত্যনতুন মডেলের রোদচশমায় ঢেকে থাকা চেহারার মধ্যাংশের দু পাশে কানের ফুটোয় পুঁতে রাখা মোবাইলের তার, ব্র্যান্ডের ঘড়ি মোড়ানো হাতে নোকিয়ার সর্বশেষ সংস্করণ নয়তো ব্ল্যাকবেরী। কাতারের লোকজন গ্রীষ্মের ছুটি কাটাতে চলে যায় ইউরোপের ফ্রান্সে, বৃটেন কিংবা জার্মানীতে। এ আসলে ছুটি নয়, গরমের থাবা থেকে বাঁচতে নিজের বসত ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়া।

এদের কেউ কেউ নিজের বিএমডব্লিউ গাড়ীখানা কার্গোতে পাঠিয়ে দেয় ইউরোপে, ওখানে গিয়েও কাতার নেমপ্লেট লাগিয়ে নিজের গাড়ী হাঁকিয়ে চলার আনন্দ আর সেই সাথে অন্যরা যখন আঙুল উঁিচয়ে একে অন্যকে ‘‘কাতারী গাড়ী, কাতারী গাড়ী” বলে চেচাঁয়, এর মজাই নাকি আলাদা, এক কাতারী ছেলে তৃপ্তির হাসি হেসে আমাকে জানাচ্ছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.