আমাদের কথা খুঁজে নিন

   

"রবীন্দ্রনাথ ঠাকুরে'র সার্ধশত জন্ম বার্ষিকী"



"রবীন্দ্রনাথের ছোট গল্পে নারীদের স্বাতন্ত্র বোধ"..... এ'বার ১৪১৮, ২৫শে বৈশাখ, বিশ্বব্যাপী- গুরু-কবি "রবীন্দ্রনাথ ঠাকুর" এর সার্ধশত জন্ম বার্ষিকী পালন করছে। কবি-গুরু মানুষের জীবনের নানান্‌ দিক্‌ সম্বন্ধে লিখেছেন যেমন:- স্বদেশ, পূজা, প্রেম, প্রকৃতি, বিচিত্র, আনুষ্ঠানিক, গীতি-নাট্য, নৃত্য-নাট্য,পদাবলী। এই সমস্ত "গীতবিতান" এ আবদ্ধ করেছেন। এ ছাড়া গল্প, ছোটগল্প, প্রবন্ধ-উপন্যাসে অনেক লিখেছেন। এ সমস্ত গল্পে নারী চরিত্রের বিভিন্ন রুপ দেখা যায়।

রবীন্দ্রনাথের ছোট গল্পের ভান্ডার অফুরন্ত। । তাঁর ছোটগল্পে নারীর চরিত্র গুলি উঠে এসেছে বিভিন্ন অবয়বে। নারী কখনো আবেগী, প্রতিবাদী, মায়া-ময়ী আবার কখনো বিগলভা। কখনো অন্ত::কষ্টে জর্জরিত।

এমনি আরো নানা চেতনা ফুটে উঠেছে রবীন্দ্রনাথের ছোটগল্পের মাধ্যমে। এমনি কিছু বিখ্যাত "নারী চরিত্র" স্বল্প আঙ্গিকে বর্ণনা করা গেল। আমরা এখানে লেখক "রবীন্দ্রনাথ" কে দেখবো না---দেখবো, তাঁর "নারী চরিত্র" গুলোর বিবর্তন। নারীর শক্তি, নারীর অনুভূতি। ।

পোস্ট মাষ্টার :- গল্পে এক অনাথ কিশোরী বালিকা "রতন" এর অবচেতন মনের "ভালোবাসা" কিভাবে ধীরে-ধীরে এক-জন শহুরে পোস্ট-মাষ্টরের প্রতি উন্নতি লাভ করে, তাই দেখানো হচ্ছে। পোস্ট-মাষ্টার দু'দিনের অতিথি হয়ে উলাপুর গ্রামে বদলি হয়ে এসে অসুখে পড়ে এবং 'রতনে'র প্রাণ-পণ সেবায় সুস্হ হয়ে উঠে। এই সময়ের মধে রতন' পোস্ট-মাষ্টারের প্রতি দূর্বল হয়ে পড়ে। পোস্ট-মাষ্টার সে ব্যাপারে অনুভূতিক্ষীন। মাষ্টার যখন চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন রতনে'র মনে কোন তত্ত্বের উদয় হয় না।

সে তখন পোস্ট-অফিস ঘরের চারিদিকে ঘুরে, শুধু অশ্রু-জলে বুক ভাসিয়ে বেড়িয়েছে। মনে শুধু একটি ক্ষীন-আশা, 'যদি দাদা-বাবু ফিরে আসে'। পৃথিবীতে-- 'কে-কাহার"! দাদা-বাবু আর ফেরে না....। । শাস্তি :- শাস্তি গল্পে চন্দরা' এক আত্মত্যাগিনী নারী।

তার ভাসুরের ক্রোধের-ফল চন্দরার জা'র মৃত্যু। ভাসুরের হাতে জা' খুন হওয়ার পর, স্বামীর কথা মতো সেই খুনের দায় চন্দরা নিজের কাঁধে নেয়। শুধু-ই স্বামীর কথায়, ভাসুর কে বাঁচাতে। কারণ এতো দিনের ভালোবাসার স্বামী', যাকে দিন-রাত পূজা করে এসেছে, সেই স্বামী-ই চন্দরা'কে শুনিয়ে দিল,"বউ গেলে বউ পাবো-- কিন্তু ভাই গেলে কি ভাই আর পাবো"....??? শেষে খুনের দায় মাথায় নিয়ে যখন চন্দরা কে আদালতে দাঁড় করানো হয় এবং জানতে চাওয়া হয় কাকে সে দেখতে চায়....!!! চন্দরা'র জবাব, "মা' কে। আর স্বামীর কথা জানতে চাইলে......ঘৃণা এবং আক্ষেপের স্বরে বলে উঠে.... "মরণ".....।

....ক্রমশ.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.