আমাদের কথা খুঁজে নিন

   

"প্রানের মানুষ আছে প্রানে তাই হেরি"------ এ কি গান শুনালে হে গাতক অরিল



হ্যা ভাই আমি সেই বিটিভির কথা বলছি। আজ রিমোট চাপতে চাপতে হঠাৎ দেখি জানা আপু........ইংরেজিতে কথা বলছে.........ঘটনা কিছু একটা আছে মনে করে রিমোটের বাটনে ব্রেক মারলাম। জানা আপুকে সুইট লাগছিল। হায় আল্লাহ মুহুর্তের মাঝে আমাদের জাতীয় দুলাভাই (প্রস্তাবিত) অরিল মিয়া। ও আল্লাহ.......সে বাংলাতে কথা কইছে........তাকে মোটামুটি সুইট লাগছিল---- একশতে ৩৩ পাওয়ার মত সুন্দর।

একটা সাদাকালো পান্জাবি পড়েছিল। (আমাদের টিভিতে শুধু বিটিভিটাই সাদাকালো দেখায়, এর মাজেজা কি জানি না) সে নাকি এই প্রকৃতিকে ভালবেসেছে, এই দেশকে ভালবেসেছে, এক ফাঁকে বলল --- আমার প্রিয়তমা স্ত্রীকে ভালবেসেছে (জানা আপুকে) শুনে ভাললাগলো........... অবাক হওয়ার আরো একটু বাকি ছিল আমার.......সে আর জানাপু মিলে একটা গান গাইল..........গানের কথা আর বললাম না..........তয় জানাআপুর গলা মিষ্টি আগেই থেকেই জানতাম। বাংলাদেশি মেয়েদের গলা এমনি এমনি মিষ্টি হয়। ............................................................. আজ কয়েকশত বছর পরে বিটিভির একটা ভাল অনুষ্ঠান দেখলাম। ধন্যবাদ রবিঠাকুরজী .............আপনি না হলে বিটিভিটার যে কি হত?? এর পর একটা জাপানি ছ্যামরা গান গাইল.....।

তবে জাপানি পোলাটা জোশ করে গাইল গানটা.......মজা পাইলাম। আল্লাহ মনে হয় ওদের গান গাওয়ার জন্য তৈরী করে নাই.......

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।