আমাদের কথা খুঁজে নিন

   

মনিটর চাইট্যাঁ লন......মজা পাইবেন...

বাঙালি ফ্রী পেলে আলকাতরা খায়

এক পুলিস অফিসার প্রমোসন পেয়ে ট্রেনিং এ গেছেন এবং সেখানে তাকে ট্রেনার SWOT এ্যানাল্যাইসিস সেখাচ্ছেন। SWOT হল ব্যবসার ক্ষেত্রে শক্তি(Strength, দূর্বলত(Weakness), সূযোগ(Opportunity) ও ভয়(Threat)-এর বিবেচনা। আলোচনার পর ট্রেনার ঐ অফিসার কে ব্যক্তিগত অভিঙ্গতা থেকে SWOT এর একটা উদাহরণ দিতে বললেন। উত্তর টা ছিল এমন:- আমার শক্তি হল আমার বৌ; আমার দূর্বলতা হল পাশের বাড়ির বৌ; আমার সূযোগ হল তার বর যখন বাইরে কোথাও যায়; আমার ভয় আমি যখন বৌ কে রেখে বাইরে কোথও যাই;

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।