আমাদের কথা খুঁজে নিন

   

দূর্নীতি দেশের উন্নয়নের প্রধান অন্তরায়

অতীতকে ভুলে যেয়ো না, অতীতকে নিয়েই বর্তমান

দূর্নীতি এখন বাংলাদেশে সর্বগ্রাসী রূপ নিয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদু্ৎ, গ্যাস, পানির সমস্যার চেয়ে দূর্নীতিকে ১নং সমস্যা বলা চলে। কিন্তু এতে মনে হয় কারো বিকার নেই। আমাদের এলাকায় পূর্বে কারো পেশার চেয়ে চালচলনে ধনীভাব লক্ষ্য করা গেলে মানুষ তাকে ঘৃণা করত। কিন্তু এখন ঘটনা উল্টো।

সৎ ভাবে জীবন যাপন করলে সবাই ভাবে লোকটা কিছুই করতে পারল না। রাজনীতিতে দূর্নীতি, শিক্ষায় দূর্নীতি, চিকিৎসায় দূর্নীতি, সেবায় দূর্নীতি, টপ বস থেকে পিয়ন কোথায় নেই দূর্নীতি। বাসে উঠলে একেক বাস একেক রকম ভাড়া নেয়। এটাও কি দূর্নীতি নয়। সরকার বিদুৎ সমস্যায় জর্জরিত কিন্তু তারা কি ভেগে দেখে না কয়জন বিল দেয়, কয়জন মিটার টেম্পারিং করে।

একই অবস্থা অন্যান্য সেক্টরে। আমরা কি পারি না একদিন দূর্নীতি বন্ধের জন্য হরতাল করতে। একদিন প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে। সকল ব্লগারসহ সকলকে বিষয়টি নিয়ে ভেবে দেখতে বিনীত অনুরোধ করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.