আমাদের কথা খুঁজে নিন

   

সেবা প্রতিষ্ঠান ও দূর্নীতি



ঢাকায় বাংলাদেশ সরকার নিয়ন্ত্রিত সেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিতাস গ্যাস, ডেসা, ওয়াসা, সড়ক পরিবহন এবং আভ্যন্তরীন জল ও নৌ পরিবহন সংস্থা অন্যতম ৷ এই সব সংস্থার কর্মচারিদের একটি বড় অংশ দূর্নীতি করে স্বল্প সময়ের মধ্যে বিপুল সম্পদের মালিক হয়েছে ৷ সম্প্রতি খবরের কাগজে এরই কিছু নমুনা প্রকাশিত হয়েছে ৷ এই সকল পুকুর চুরি সম্ভব হয়েছে সংশ্লিষ্ঠ রাজনৈতিক দল ও দূর্নীতিবাজ মন্ত্রীদের ছত্র ছায়ায় থেকে ৷ ঊর্ধতন কর্মকর্তারা যখন দূর্নীতি করে তখন নিম্ন কর্মচারীরা পুকুর কেন দীঘি চুরির ও সাহস পায় ৷ দুদকের কর্মকর্তারা যদি উপরে বর্নিত সেবা প্রতিষ্ঠানগুলোতে তদন্ত শুরু করেন তাহলে অনুরুপ অনেক ঘটনার সন্ধান তারা পাবেন - এটা নিশ্চিন্ত করে বলা যায় ৷ দূর্নীতিবাজ কর্মচারীদেরকে ভিন্ন কর্মস্থলে বদলি করলেই উপযুক্ত শাস্তি দেওয়া হবে না ৷ তারা নতুন কর্মস্থলেও একই কাজ পূনরায় শুরু করার উদ্যোগ নেবে ৷ বরং অন্যায় ভাবে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করে তাদেরকে হয় কারাগারে পাঠানো নতুবা চাকুরি থেকে কর্মচ্যুত করা দরকার ৷ এটাই হবে দৃষ্টান্তমূলক শাস্তি ৷ আমাদের সেবা প্রতিষ্ঠানগুলোর প্রতি স্তরে যেভাবে দূর্নীতির কীট ঢুকে পড়েছে তার মূলোৎপাটন করা খুবই কষ্টকর ব্যাপার ৷ দূর্নীতি সৎ ও নীতিবান কর্মচারিদেরকে মানষিক কষ্ট দেয় ও হতোদ্যম করে ৷ এই দূর্নীতির জন্য জনসাধারন যেমন অর্থ কষ্টের শিকার হয় তেমনি সরকারও প্রকৃত রাজস্ব পাওয়া থেকে বন্চিত হয় ৷ পরিশেষে, দুদকের কর্মকর্তারা যদি যত্নবান ও ন্যায়নিষ্ট হন তাহলে এই দূর্নীতিকে তারা সমূলে উৎপাটিত করতে না পারলেও অন্তত একটা গ্রহনযোগ্য স্তরে নিয়ে আসতে সক্ষম হবেন ৷ দরিদ্র বাংলাদেশী ও দূর্নীতি পরায়ন কর্মচারী নিয়ে সোনার বাংলার স্বপ্ন দেখা নিতান্তই অযৌক্তিক ৷ তাই আমি চাই মাটির বাংলাদেশ ৷ যে মাটি চাষ করে কৃষকেরা দুবেলা আহারের সংস্থান করতে পারবে ও নিরাপদে বাচতে পারবে ৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.