আমাদের কথা খুঁজে নিন

   

আলপনায় বিশ্বের দীর্ঘতম সাজে সাজবে শাবিপ্রবি

বাঁধার দেয়াল ভেঙ্গে মোরা এগোবোই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম একটি বিদ্যাপীঠ। দেশের একপ্রান্তে অবস্থিত হওয়ায় অনেক ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয়টি গনমাধ্যমের মনোযোগ থেকে বঞ্চিত। তারপরও নীরবে নিভৃতে একটার পর একটা ভাল কীর্তি করে যাচ্ছে আমাদের শাবিপ্রবি। বাংলাদেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় অনেক ক্ষেত্রেই প্রথম। দেশের প্রথম সাইবার সিটি, ডিজিটাল পদ্ধতিতে অত্যন্ত স্বচ্ছতার সাথে ভর্তি প্রক্রিয়া সম্পাদন, শহীদ জননীর নামে হল নামকরন, ই-পেমেন্ট চালু সব ক্ষেত্রেই শাবিপ্রবি দিক প্রদর্শক।

বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে হলে আমাদের সমৃদ্ধ ইতিহাস ও মননশীল ঐতিহ্যই হতে পারে অন্যতম হাতিয়ার। সেই ধারাবাহিকতায় শাহজালাল বিশ্ববিদ্ব্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একটি চমৎকার উদ্যোগ নিয়েছেন। শাবিপ্রবির ১.৭৫ কিলোমিটার সড়কে আঁকা হবে বিশ্বের সবচেয়ে বৃহত্তম আলপনা। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইট থেকে শুরু করে এই আলপনা শেষ হবে শাহপরান হল প্রাঙ্গণে এসে। তুলির শৈল্পিক ছোঁয়ায় ফুটে উঠবে দেশের সংগ্রাম ও বিজয়ের গল্প।

আলপনাটির নকশা করেছেন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে গোল চত্বর পর্যন্ত সড়ক আলপনায় পর্যায়ক্রমে বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস, ছয় দফা দাবি, উনসত্ত্বরের গন অভুথান, সত্তরের নির্বাচন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের ইতিহাস তুলে ধরা হচ্ছে। অপরদিকে শাহপরান হল থেকে গোল চত্বর পর্যন্ত পচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, জেল হত্যা, স্বৈরাচার বিরোধী আন্দোলন, শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন ও গন আদালত এবং গর্বের ধন শাহবাগে প্রজন্ম চত্বরে তরুন প্রজন্মের চলমান আন্দোলন তুলে ধরছেন শিক্ষার্থীরা। গত শুক্রবার থেকে শুরু হয়ে এখনও চলছে আঁকার কাজ। শত শত শিক্ষার্থী এসে আলপনা আঁকছেন।

এটি আঁকা হচ্ছে শাবিপ্রবির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের আর্থিক সহায়তায়। বাংলাদেশের সবচেয়ে প্রযুক্তি মনস্ক বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস আলপনার বর্ণিল সাজে দেশের ইতিহাস ও ঐতিহ্যে বর্ণিল হবে। এই দৃশ্য দেখার জন্য সবাইকে এই বিশাল কর্মযজ্ঞে আমন্ত্রণ রইল।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।