আমাদের কথা খুঁজে নিন

   

মাঝে মাঝে ইউ টার্ন করে ,তখন কষ্ট হয়



যেমন তেমন কোন স্কুল কলেজ নয় ঢাকা ভার্সিটিতে পড়ি। ঢাকা ভার্সিটি মানে দেশের সেরা বিদ্যাপীত। এখানে যারা পড়ে তারাই তো দেশের কর্ণধার হয়। আমরাই তো দেশের কান ধরব। কান ধরে টান দেব আর দেশের মাথা হেলে পড়বে।

তো এখন থেকেই কেন শুরু করব না ক্ষমতা চর্চা। অবশ্যই করব। আমরা যখন বাসে উঠবো কেন ভাড়া দেব?বোকারাম ভাড়া চাইব কেন?আমরা যখন ভার্সিটির বাসে চড়ি আমাদের বাস চলে বিরতিহীন। কে থামায় আমাদের?আমরা দরকারে ইউ টার্ন করব। আমাদের সাহসে চালক মামা ডানের রাস্তা কখনও বামের রাস্তা ব্যাবহার করবে তাতে ফাকা রাস্তায় সৃষ্টি হবে জ্যাম।

তাতে কি?ট্রাফিক পুলিশ কিছু কেন বলবে?তার কি প্রানে ভয়ডর কিছু নেই?তার তো ভুলে যাবার কথা নয় সাহস করে অন্য এক পুলিশ গাড়ি আটকে দিয়েছিল মুহূর্তের মধ্যে সে নিজেকে আবিস্কার করে হাসপাতালে। তাজা তাজা ৫০টা ছেলে এক গাড়ীতে। বুদ্ধির ব্যাবহার কেন করবে না পুলিশ বাটা? আমাদের চালক মামার দোষে কোন দুর্ঘটনা, কিন্তু মামার কোন দোষ আমাদের চোখে পড়ে না। আমরা গিয়ে হামলে পড়ি অন্য গাড়ীর চালকের উপর। আমার ভিতরে যে লোকটা থাকে বিবেক না কি যেন নাম ও সব কিছু মেনে নেয়।

কিন্তু মাঝে মাঝে ও ইউ টার্ন করে। কেন যে করে?বৃথা কষ্ট। সব কিছু মেনে নিলেই হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.