আমাদের কথা খুঁজে নিন

   

সমুদ্র দেখেছি আমি

একলা ঘরের একলা পাখি রাত পোহালেই ডাকাডাকি

আজন্ম সাধ আমার, সমুদ্র দেখব বলে। দেখব আর তার সাথে মিতালী করব বলে অপেক্ষায় ছিলাম। তারপর............একদিন সুযোগ এলো। কক্সবাজার হয়ে সেন্টমার্টিন'স দ্বীপ ভ্রমণের। ঢাকা থেকে বান্দরবন, সেখানে পাহাড়ের সাথে সারা দিন কাটিয়ে বিকেলে কক্সবাজার রওয়ানা।

রাতটা ওখানে থেকে পরদিন ভোরে টেকনাফ যাত্রা, উদ্দেশ্য সেন্টমার্টিন'স। এমন পরিকল্পনা শুনে তো আমি হতবাক। যার দৌড় ঢাকা থেকে গ্রামের বাড়ি, তার সামনে আজ পাহাড় আর সমুদ্র একসাথে দেখার আহ্বান! আজকের গল্প শুধু সমুদ্রের জন্যই, পাহাড়ের গল্প না হয় আরেকদিন করা যাবে। তো বান্দরবন থেকে বিকেলে আমরা কক্সবাজারের পথে রওয়ানা দিলাম। রাত হয়ে যাওয়ায় বাস এর বাইরের প্রাকৃতিক দৃশ্য থেকে বঞ্চিত হয়েছিলাম।

হোটেলে পৌঁছে তো আমার আর তর সয় না, কখন দেখব তারে। রাতের খাবার পর আমি একেবারেই তৈরী। এক্ষুনি বীচ এ যাব। কয়েকজন মিলে রাতার আঁধারে চলে গেলাম হোটেলের কাছের বীচ এ। অন্ধকার পথ ধরে হেঁটে চলা, ছমছমে একটা অনূভুতি ছিল।

শুনতে পেলাম আমরা যেখানে যাচ্ছি সেটা এখন পরিত্যক্ত বীচ। আর জমজমাট বীচ হলো লাবণী পয়েন্ট। পৌঁছে গেলাম বীচ এর কাছে। দেখলাম উজ্জ্বল আলোর ওপাশে নিকষ কালো আঁধার। আস্তে আস্তে এগিয়ে গেলাম আঁধারের দিকে।

হঠাৎ গর্জন। কি আর বলব, সেই গর্জন শুনে আমার আত্মারাম খাঁচা ছাড়া হতে হতে রয়ে গেল। সামনে শুধুই অপার শূন্যতা। শূন্য ব্যাপারটা এত কাছ থেকে কখনো বোঝা হয়নি। তাই হয়তো ভাষায় প্রকাশ করতে পারছি না।

শুধু মনে হচ্ছিল ভেতরটা একেবারে খালি হয়ে গেছে। সামনে একটুও আলো ছিলো না, শুধু ছিল হিংস্র গর্জন। স্বীকার করতে দোষ নেই, এত ভয় জীবনে পাইনি। এতো গেল ভয়ঙ্কর রূপ। এবার স্নিগ্ধ রূপের কথা বলি।

নাফ নদী হয়ে সেন্টমার্টিন'স দ্বীপে পৌঁছতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। এখানেও আমার তর সইছে না। ভাগ্য এতোই ভালো, আমার রুম থেকে বের হলেই সরাসরি সমুদ্র দেখা যায়। রাতে তো আর রূপ দেখা হয়নি, এখন দেখে মনে হলো কেউ যেন আমার গলা টিপে ধরেছে। এমনি তার সৌন্দর্য! সে যেন আমায় হাতছানি দিয়ে ডাকছিলো, পরিপূর্ণ ভালোবাসায়।

আগের রাতের তর্জন গর্জনের ছিটাফোঁটাও ছিলোনা সেখানে। কি অপরূপ! তার বুকে পা ভেজালাম, নোনা জলের স্বাদ নিলাম। কখনো সবুজ, কখনো আকাশের মতো নীল জলে দাপাদাপি করে দুটো দিন যে কি করে চলে গেল টেরই পেলাম না। মাইকেল মধুসূদন দত্তের কবিতার নতুন রূপ মাথায় এলো, আবার আসিব ফিরে বঙ্গপোসাগরের তীরে--এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো গাঙচিলের বেশে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.