আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষা ব্যবস্থা এবং BoP ...।। :p

তরুণদের ভাল কিছু করার আকাঙ্খা যখন তারনা দেয়, একটা দেশ তখনই অগ্রসর হয়। আমার কথাটা খুবই সিম্পল, কিছু দিন আগেই দেখলাম বাংলাদেশ ব্যাংক রিজার্ভের রেকর্ড করলো, অবশ্যই দেশের জন্য অনেক ভালো একটা অর্জন। ক্ষুদ্র ক্ষুদ্র বালু কনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল বসে বসে ভাবতেছিলাম, কোন কোন ছোটো ফাঁক দিয়ে দেশ থেকে ফরেন কারেঞ্ছি বের হচ্ছে? হঠাৎ মনে হলো আমার কাজিন কিছু দিন আগেই ও লেভেল দিল, মামার অনেক টাকা গেছে, শুধু মাত্র রেজিস্ট্রেশনের পেছনেই, এইটা কেন হবে? কেন আমরা দেশেই পড়বো, দেশেই পরীক্ষা দিবো, কিন্তু ওদের কেন ডলার দিবো? মন বলল, ওদের বই হয়তো আমাদের বইয়ের চেয়ে মান-সম্মত, যাই হোক, আমিতো আর পড়ি নাই, যাই হোক ওদের বই না হয় মানসম্মত। এখন আমার কথা হচ্ছে, যদি শিক্ষার আসল উদ্দেশ্য হয়ে থাকে জ্ঞ্যান অর্জন, তাহলে তো তা বাংলাতেও হতে সমস্যা নাই। তাই না? আচ্ছা ধরে নিলাম গ্লোবালাইজেশনের এই যুগে ইংরেজি শিক্ষা অত্যাবশ্যকীয়, কিন্তু আমাদের বুয়েটের শিক্ষার্থীরা কি এখানে স্নাতক করে পরবর্তীতে আম্রিকা যেয়ে স্নাতকোত্তর করে, ইন্টেল, মাইক্রোসফট এ সুনামের সাথে কাজ করছে না? অবশ্যই করতেছে। আচ্ছা ধরে নিলাম, তার পরও ইংরেজিতেই পড়তে হবে, আচ্ছা পড়ুক ওরা, কোন সমস্যা নাই, কিন্তু আমাদের ইংলিশ ভার্সনের বই গুলো ওদের আদলে করলেই তো হয়ে যায়। তাহলে প্রত্যেক বছর এতো এতো ডলার, ডিগ্রী আমদানিতে ব্যয় হতো না। ডিগ্রী গুলোতো জিডিপি তে কোন প্রভাব ফেলতেছে বলে মনে হয় না আমার, তাহলে কেন আমরা ইনটানজিবল প্রডাক্ট ইমপোর্ট করে ব্যলেঞ্ছ অফ পেইমেন্ট কমাচ্ছি? ইংরেজি মাধ্যমের অধিকাংশ শিক্ষার্থীই তো উচ্চ শিক্ষার্জনে দেশ ছেড়ে যায়, তাহলে কেন আমি ওদের জন্য আমার BoP কমাবো??? আমার কথায় কেও দুঃখ পেয়ে থাকলে আমি অত্তন্ত দুঃখিত। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.