আমাদের কথা খুঁজে নিন

   

জেনে নিন CAM, R5, DVDRip ইত্যাদি বলতে কি বুঝায়

আমার মাঝের অন্য আমি

অনেক মুভি ফাইলেই দেখা যায় CAM, R5, DVDRip সহ আরো অনেক কিছু লেখা থাকে। আসুন জেনে নেই তাদের কয়েকটির অর্থ। CAM: ফাইলের নামে যদি CAM লেখা থাকে তবে বুঝতে হবে এটা হল থেকে ক্যামেরা দিয়ে কপি করা ভার্সন। এর ছবি ও শব্দের মান খুবই নিম্ন মানের। সাধারণত,নতুন মুক্তি পাওয়া ছবির ডিভিডি বের হওয়ার আগ পর্যন্ত CAM ও TS ফাইল গুলো পাওয়া যায় বিভিন্ন warez সাইটে।

R5: এটা বিশেষ ধরনের ডিভিডি। সাধারণ ডিভিডি এর চেয়ে এর মান সামান্য খারাপ কিন্তু এর ছবির মান চলনসই। তবে এর শব্দের মান ডিভিডি এর মতন নয়। DVDRip: ছবির মান ও শব্দের দিক থেকে DVDRip সবচেয়ে ভাল। কিন্তু নতুন মুক্তিপ্রাপ্ত ছবির ডিভিডি বের না হওয়া পর্যন্ত এটা পাওয়া যায় না।

ছবি মুক্তির প্রায় ২-৩ মাস পর এটা পাওয়া যায়। DVDSCR/Screener: নতুন মুক্তিপ্রাপ্ত ছবি এই ফরম্যাট এ পাওয়া যায় যার মান DVDRip এর মতই। কিন্তু এর কিছু অংশ একটু ঝাপসা থাকে। সাধারণত একটা logo ভিডিও এডিটিং করে ঝাপসা করে রাখা হয়। TS (Telesynch): এটা CAM এর মতই, কিন্তু এর শব্দ মান CAM এর চেয়ে একটু ভাল।

Workpoint: এটা অসম্পূর্ণ ছবি। কিছু Scene , music ও special effect বাদ থাকতে পারে। কোয়ালিটি ভাল খারাপ যেকোনো কিছু হতে পারে। তাই download এর আগে sample দেখে নেয়া ভাল। Divx/Xvid/x264: এগুলো বিভিন্ন এনকোডিং এর নাম।

সাধারণত সব মিডিয়া প্লেয়ারই সবগুলো চালাতে পারে। তাই এটা নিয়ে বিশেষ চিন্তার কিছু নেই। এছাড়াও অনেক সময়, 480p, 720p, 1080p ইত্যাদি লেখা থাকে যা ছবির resolution বুঝায়। কিন্তু যত বেশি তত ভাল ব্যাপারটা তা নয়। Source যদি Dvdrip/BRrip না হয় তাহলে এটার কোয়ালিটি ভাল না হওয়ার সম্ভাবনা বেশি।

(শুধুমাত্র তথ্য শেয়ারের উদ্দেশ্যে প্রকাশিত উৎস: Click This Link)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.