আমাদের কথা খুঁজে নিন

   

মায়া হরিণ

শাকিলা তুবা

ঢেউয়ের একেক ধাক্কায় খুলে যাচ্ছে বোধের দরজা চোখের ভেতর গোটা সমুদ্র ধরেও জল খুঁজে পায় না একদিন আগুন গিলেছিল, বাতাসে আজো ওড়ে ধোঁয়া তারপরও এক সকালে পাখি গেয়েছিল সুমধুর দোলনচাঁপার শুভ্র ঘ্রান, নিঃশ্বাসে খেলতো মায়া মায়া হরিণ। যতটা সহজ সমীকরনে সব বুঝে নিতে চাও তত সহজ ছিল না সেই খোলা আকাশের নিদ্রা শিশু মথেরা আহার্য ভেবে খেয়ে নিত কানের লতি সে শুধু বুনে যেত অকাতরে নরম রেশমের রুমাল “আলোটা কে নিল?” অন্ধকার গুহায় ওঠে গর্জন। ঈশ্বরের চোখে চোখ রেখে বিশ্বাস খুঁজে বেড়ায় হে ভগবান, এভাবে ঘাসগুলো মাড়িয়ে যেও না! ঝিনুক খুঁটে ক্লান্ত বালক সৈকতে পড়ে এলিয়ে একটি নিঃশ্বাসও চাই না, সে ভাবে; চলে যাব, সে ভাবে। সারা বিকেল জুড়ে ক্লান্তিহীন ভাঙ্গে তাচ্ছিল্যের ঢেউ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।