আমাদের কথা খুঁজে নিন

   

প্রাণী ধর্ম

আমি ভাল আছি,আপনারাও ভাল থাকুন

''পবিত্রতা'' অনেক জটিল একটি শব্দ। আমার ধারণা এই শব্দ এবং এর যত সমার্থক অর্থ আছে, এর সব এসেছে ধর্মীয় ভাব ধারা থেকে। ''ধর্ম'' আমাকে ভাবিয়েছে। বহুবিধ কারণে ভাবিয়েছে। প্রথমত ভাবিয়েছে সৎ ও অসৎ কাজের মানদণ্ড দিয়ে।

'ধর্মমত' মানুষকে সৎ কাজ করতে বলেছে। শুধু তা-ই নয় সৎ এবং অসৎ কাজ কি? তার বৈশিষ্ট্য সম্পর্কে ব্যাখ্যা দান করেছে। পৃথিবীর বেশিরভাগ ধর্মেই আমরা ঈশ্বর প্রীতি এবং ভীতি এই দুটি বিষয় লক্ষ্য করে থাকি। 'ঈশ্বর মঙ্গল করেন' এটি হচ্ছে ঈশ্বর প্রীতির মূল কারন। অন্যদিকে 'ঈশ্বর শাস্তি দেন' এটি হচ্ছে ঈশ্বর ভীতির মূল কারন।

আবার 'ঈশ্বর পুরস্কৃত করেন' বিষয়টিকে দেখা হয় চরম মহানুভবতা হিসেবে। (চলবে)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।