আমাদের কথা খুঁজে নিন

   

বুদ্ধিদীপ্ত প্রাণী -১



বুদ্ধি কি মানবজাতির একার সম্পত্তি? প্রাণীরা কি তবে বোকার হদ্দ? তা বোধ হয় না। আমাদের মতো অঙ্ক কষতে বা দাবার চাল দিতে না পারুক, খাবার সংগ্রহে ও শত্রুর হাত থেকে বাঁচতে যে কায়দাকানুন তারা অবলম্বন করে তা দেখে মানুষেরও তাক লেগে যাবে। জানাচ্ছেন জুবায়ের হোসেন কোকিল কোকিল এমনিতে বেশ লাজুক পাখি। তবে ডিম পাড়ার সময় হলে আড়াল থেকে বেরিয়ে অন্য গায়ক পাখির বাসার সন্ধানে নামে। সুযোগ বুঝে সেখানে হামলা চালায়।

পাখিটার ডিম চুরি তো করেই, বিনিময়ে রেখে আসে নিজের ডিম। হুবহু একই রকম ডিম দেখে পাখিটির মনে কোনো সন্দেহ আসে না। বাসায় ফিরে পরম যত্নে তাতে তা দিতে শুরু করে। কয়েক দিন পর তা থেকে বাচ্চা বের হয়। নিজের বাচ্চাদের সঙ্গে এগুলোকেও খাবার খাওয়ায়, ডানা ঝাপটে উড়তে শেখায়, পেলেপুষে বড় করে।

একদিন ফুড়ুৎ করে উড়াল মারে ছোট্ট কোকিল। এভাবে বিনা পরিশ্রমে বড় হয় কোকিলের ছানা। আবার খাবারদাবারের ব্যাপারেও দারুণ সতর্ক সে। পোকামাকড় ধরেই গপ করে গিলে ফেলে না। পোকার লেজের দিকটা আটকে মাঝে ঠোঁট দিয়ে চিড়ে ফেলে।

এবার জোরেশোরে কয়েকবার ঝাঁকুনি দেয়। খাবারে কোনো বিষ থাকলে যেন পড়ে যায়। তারপর মজা করে আহার সারে কোকিল। (সংগ্রহ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.