আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমা করো আমায়...

মানুষের জীবন খুবই বিবর্ণ থাকে মাঝে মাঝে। আসলে একে বিবর্ণ বলাটা বোধ হয় ঠিক না। এটাও একটা রং। হয়তো নিকষ কালো কিংবা ধূসর ! হে জন্মদাত্রী মাতা, ক্ষমা করো আমায়। তুমি যেমনটি চেয়েছিলে- আমি তেমনটি হতে পারি নি ! হতে পারিনি আমি- তোমার বাধ্য সন্তান।

হে জন্মদাতা পিতা, ক্ষমা করো আমায়। তুমি যেমনটি চেয়েছিলে- আমি তেমনটি হতে পারিনি ! হতে পারি নি আমি- তোমার সরল হৃদয় সম্পন্ন সন্তান ! আমি হতে পারিনি, একজন ভালো ছাত্র। হতে পারিনি- একজন ভালো ছেলে। ক্ষমা করো আমায়, আমি পূর্ণ করতে পারি নি- তোমাদের আশা। আমি ব্যার্থ ! একজন ব্যার্থ সন্তান ! তাই আমি ক্ষমা চাইছি, ক্ষমা করো আমায়।

- একজন আরমান ০৯/০৩/২০১৩ রাত ১২:০১:২৯ উৎসর্গঃ মা ও বাবা'কে ২৩ টি শীতের সমাপ্তি কিংবা ২৪ টি বসন্তের শুরু... ব্লগিয় ভালোবাসা... ব্লগিয় ভালোবাসা - ২ ব্লগিয় ভালোবাসা - ৩  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.