আমাদের কথা খুঁজে নিন

   

হাটি হাটি পা পা... -৪

"জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে..একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিসঙ্গ্তায় ডুবেছি"-(শঙ্খনীল কারাগার)হুমায়ূন আহমেদ
শেষ পোষ্ট দেয়ার পর ,কত দিন হয়ে গেলো আর পোষ্ট দেয়ার সময় ও সাহস পাই নি ,আসলে পড়ালেখার চাপের সাথে তাল মিলিয়ে পোষ্টটা দেয়া বড় কষ্ট কর,বাসায় আসি ৬/৭ টায় ,কিছু মুখে দেই এর পর পি।সি তে বসতে বসতেই ৯ টা.....এরপর আর পোষ্টদেয়ার সাহস হয় না ,কি জানি যদি এরপর ক্যাম্পাস এ থাকলে কারও মন্তব্যের জবাব দিতে পারবো না ,তাই এক একটা পোষ্ট এর মাঝে এত দূরত্ব ,তাই যারা এতে বিরক্ত হন তাদের নিকট আমি আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী হাটি হাটি পা পা... হাটি হাটি পা পা... -২ হাটি হাটি পা পা... -৩ হাটি হাটি পা পা... -৪ ক্লাস ৪ এর ঘটনা যতই বড় হচ্ছিলাম না কেনো ,আমার দুষ্টুমি কমানোর কওনো লক্ষন নাই ,আম্মু তো মহা চিন্তায়,কিন্তু কিভাবে জানি বার্ষিক পরীক্ষায় ঠিক ই উৎরে যেমান ফাস্ট হয়ে যাই,তবে এই ক্লাসে আমি যা করেছি ,আর কোনো বার ই যে শয়তানি করতে পেরেছিলাম বলে আমার আম্মুর মনে পড়ে না,(উল্লেখ্য কিছু কিছু অংশ আমি আম্মুর থেকে জিজ্ঞেস করে নেই) অবলীলায় ক্লাস পালানো:- ক্লাস ফোর নতুন ক্লাস ,কিন্তু স্কুল তো সেই পুরোনো ,স্যার দের ভয় পাওইয়া চলে গিয়েছিলো। তাই স্কুল এ এসেই আমার এক বন্ধু কামরান এর সাথে ইয়ে করার নাম নিয়ে ক্লাস থেকে বের হয়ে যেতাম। মুক্ত পাখির মত ঘুরে বেড়াতাম,আমি পড়েছি সিলেটের জাফলং রোডে জৈন্তাপুর নামক থানার এক স্কুল এ ,পাহাড়ী এলাকা কোথায় এসব আমাকে আকর্ষণ করবে তা তো নয় ই ,আমরা গবেষণা করতাম তখনকার বড় বড় বিলবোর্ডে এইডস এর কারণ ও প্রতিকার নিয়ে ,এক দিন এক মুরুব্বি কে জিজ্ঞেস করেই ফেলেছিলাম যে আঙ্কেল ........... থাক বাকিটা আর নাই বললাম, উনি শুনে বলেছিলেন যে ছোটো ছেলে বড় দের ব্যাপার নিয়ে এত মাথা ঘামাই কেনো ,কি জিজ্ঞেস করেছিলাম তা ভুলে গেসি (লজ্জায় লাল হবার ইমো) লুল স্যার এবং আমার সলিউশন : আমি ক্লাস এ ছিলাম সবচেয়ে বেশি দুষ্ট,কিন্তু আমার বিখ্যাত কর্মকান্ড গুলো ধুলোয় লুটিপুটী খেলাতে এলেন আমাদের বিজ্ঞান স্যার।দুপুরের টীফিন এর ঘণ্টার পর ছিলো উনার ক্লাস,উনার কাজই হল ক্লাসে এসে সব ছাত্রী দের কে স্যার এর কাছে ডেকে এনে তাদের সাথে সারা ক্লাস জুড়ে গল্প করা, আর আমরা ছেলেরা ক্লাসে মারামারি করে মরে থাকি না চোর পুলিশ / কলম - কলম খেলি এ ব্যাপারে উনার কোনো ভ্রুক্ষেপ নাই,এদিকে আমার জান!!! ! যাকে ভালো লাগত তার সাথেই স্যার বেশি গল্প করত ,তাই একদিন স্যার কে দুপুরে গিফট করলাম সে কালের বিখ্যাত প্লে - বয় ম্যাগাজিন !!!! স্যার বলল কি রে এটা ,আমি বললাম দেখেন ই না স্যার, আমি সাথে সব ছেলেরা এসব দেখার জন্য স্যার এর পিছনে হুমড়ী খেয়ে পড়লো ,স্যার পেজ উল্টায় ,দেখেন আর বলেন ,আমাকে যে দেখসোস কি জিনিস!!!!!! ,আমি বললাম জি স্যার (তুমি তো কইবাই ) এই প্লে বয় এর কল্যানেই কি জানি জানি না এর পর থেকে ক্লাসের মেয়েরা স্যার এর হাত থেকে রক্ষা পেয়েছিলো
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।