আমাদের কথা খুঁজে নিন

   

হাটি হাটি পা পা... -২

"জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে..একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিসঙ্গ্তায় ডুবেছি"-(শঙ্খনীল কারাগার)হুমায়ূন আহমেদ

হাটি হাটি পা পা... জীবনের চলার পথে অনেক ঘটনাই ঘটে যায়.........কিন্তু কতটুকুই বা আর আমাদের মস্তিস্ক সংরক্ষন করে রাখতে পারে………জীবনে চলছে ...হারিয়ে যাচ্ছে সময়ের সাথে অজানার পথে………..তেমনি হারিয়ে গেছে আমার ছোটো বেলার দিনগুলি…............ যতটুকু মনে পরে ঠিক ততটুকু ই লেখার চেষ্টা করছি এখন …………. আগের পর্বে বলেছিলাম আমার স্কুল এর প্রথম দিনের ঘটে যাওয়া কিছু মজার ঘটনা..(উপরে লিঙ্ক দিয়েছি)...জানিনা কতটুকু আপনাদের ভালো লেগেছে………তবুও যা মন্তব্য পেয়েছি তাতে আমি নিজেকে অনেকটাই ধন্য মনে করি ক্লাস ওয়ান এর বার্ষিক পরীক্ষা শেষ…….ফলাফল বের হল এবং বরাবর এর মত হতাশ করে এবার আমি ৪র্থ স্থান বাসায় খেলাম যথেষ্ট বকুনি …….কত আশা করে বার্ষিক পরীক্ষা দিয়ে নানুদের কাছে বলেছিলাম যে “আমি ফাস্ট হব” কিন্তু না......।।সকলের আশার নৌকা ডুবিয়ে ফলাফল এর বারোটা বাজিয়ে দিয়েছি…….কিন্তু কি আর করা এখন ত “পাশ” ত করেছি ক্লাস টু তে তো ভর্তি হতে হবে……কিন্তু আমার আম্মু এসে দিল বাধা……আমি বলে পাশ করার মত ছেলে না আবার ওয়ান এ ভর্তি করিয়ে আমাকে ফাস্ট বানাবেন...............বহু কান্নাকাটি করে সেবার রক্ষা পেয়েছিলাম……………. এবার আসি স্কুল এর কথায় সেখানে আমি বরাবর এর মতই খুব বোকাসোকা ছেলে প্রথম দিন স্কুল এ যা করেছিলাম সেটা ত আগের পর্বেই সবার জানা হয়ে গিয়েছে ... ক্লাস টু তে উঠেও আমার এসব কাহিনি অব্যাহত ছিল নতুন নতুন বোকামি করে সবাকে অবাক করে দিতাম আর সবাই ভাবত যে এই ছেলে এখন ই এই অবস্থা আর বড় হলে করবে টা কি…….সবাই ত ঘাড়ের উপর দিয়ে ডিঙ্গিয়ে চলে যাবে কিন্তু কিছুই বলতে পারবে না।…….. তবে একটা ব্যাপারে আমি এখন ও চিন্তা করলে লজ্জায় লাল হয়ে যাই আর সেটা হল স্কুল এর একটা ব্যপার………..খুব ই বোধহয় অবুঝ ছিলাম আর না হলে এরকম কেনো করতাম এর ব্যাখা খুজে পাইনি………তা হল যখন ক্লাস টু তে পড়তাম তখন টিফিন এর সময় মেয়েরা নিজেদের মধ্যে কোমর বেধে দড়ি টানাটানি খেলত আর আমি ছিলাম একমাত্র ছেলে যে এই খেলাই অবলীলায় তাদের সাথে যোগ দিতাম……এই ব্যপার টা এখন ও মনে পড়লে চিন্তা করতে থাকি……..যে কি বোকাটাই না ছিলাম…………

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।