আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব মিডিয়া: রাজতন্ত্রের ভাড়! বুড় খোকার বিয়ে। দেশি মিডিয়া তার লেজুড়!

সব কথা বলা যাবে, সত্যটা বলা যাবে না।

প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে! এটা নিয়ে বিশ্ব মিডিয়া যতটা গুরুত্ত্ব পাচ্ছে। তার থেকে কম গুরুত্ত্ব পেয়েছে জাপানের সুনামি। জাপানের কথা আমরা ভুলে গেছি। ভুলিনি বুড়ো খোকার প্রাত্রীর সাথে লটরপটর।

বিশ্বমিডিয়ার সাথে পাল্লা দিচ্ছে বাংলাদেশের সংবাদপত্র গুলি। তারা এখন প্রিন্স উলিয়াম বিয়ের পরে কোন টয়লেট পেপার ইউজ করবেন তাও খবরের শিরনাম বানিয়ে ফেলেছে। তাহলে কি আমরা মধ্য যুগে চলে যাচ্ছি। এক যে ছিল রাজা আর এক যে ছিল রানী ছাড়া কোন গল্প শুরু হবে না। টিভিগুলো এখন ব্যস্ত তাদের আর ভূয়া শক্তিবর্ধক অষধের বিজ্ঞাপন নিয়ে।

কিছু ছাগলপাগলের দল টিভি চ্যানেলের ব্যাবসা খুলে বসেছে। যে আধপাগল হোমিও ডাক্তার মিরপুর কলওয়াপাড়ার মোড়েবসে আধা ঘুমন্ত কুকুরের সাথে কথা বলত, সে আজ স্টার। ভোরে তার বাড়ির সামনে দলবাধা গ্রামের অবুঝ রুগির লাইন। হায়! মিডিয়া, কোথায় তোমাদের গন্তব্য?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.