আমাদের কথা খুঁজে নিন

   

ডাক্তারদের নিয়ে কিছু মজার কোটেশন (স্রেফ মজার জন্য দিলাম; তাঁদের অবদানকে খাটো করার জন্য নয়)

ইতিহাস, নেই অমরত্বের লোভ/ আজ রেখে যাই আজকের বিক্ষোভ...

বিপন্ন রোগীর জীবন বাঁচাতে ডাক্তারদের প্রাণপণ প্রচেষ্টার অসংখ্য নজির আছে। একদিন তার কিছুও শেয়ার করব। আজ একটু হাল্কা হাস্যরস হয়ে যাক। ১. ডাক্তাররা ওষুধ লেখে, যা (ওষুধ) সম্পর্কে তারা জানে খুবই কম; লেখে রোগোর চিকিৎসার জন্য যা (রোগ) সম্পর্কে তারা জানে আরো কম; আর তা তারা লেখে মানুষে চিকিৎসার জন্য, যা (মানুষ) সম্পর্কে তারা জানেনা কিছুই। .........ভলতেয়ার ২. ডাক্তাররা অনেকটা উকিলদের মতোই; শুধু পার্থক্য হল উকিলরা কেবল ডাকাতিই করে, কিন্তু ডাক্তাররা ডাকাতি করে মেরেও ফেলতে পারে।

........আন্তন চেখভ ৩. ঈশ্বর সারিয়ে তোলে, আর ডাক্তাররা ফি নেয়। ...........বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ৪. ডাক্তারদেরকে রোগের চেয়েও বেশি ভয় পাওয়া উচিত। ..........লাতিন প্রবাদ ৫. তোমার অবস্থার (অসুখের) একটা নাম দিতে জানে বলেই মনে করোনা ডাক্তাররা তোমার অসুখ সম্পর্কেও জানে। ..............প্রবাদ ৬. আমি আমার সার্জারির বিল হাতে পেলাম। এখন বুঝতে পারছি অপারেশনের সময় কেন সার্জনরা মুখোশ পরে ছিল।

...........জেমস বোরেন ৭. প্রত্যেক হাসপাতালে ক্যাশিয়ারের রুমের পাশেও একটা রিকভারি রুম থাকা উচিত। ..............ফ্রান্সিস ও ওয়ালশ ৮. যখনি কোন রোগের জন্য অনেক ব্যবস্থা দেয়া হয়, তখনি বুঝতে হবে এ রোগের আসলে কোন নিরাময় নেই। ............আন্তন চেখভ ৯. ডাক্তাররাই হল একমাত্র পেশাজীবি সম্প্রদায় যারা তোমার পা কেটে রাখবে আবার তার জন্য তোমাকে টাকাও দিতে হবে। .............জর্জ বার্নার্ড শ' ভালো থাকবেন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.