আমাদের কথা খুঁজে নিন

   

আমার চেতনায় আমি

ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা

রাত্রির নিস্তব্দতায় ক্লান্ত এক পথিক প্রশ্ন করে আকাশের তারাটিরে কে আমি? মেলেনা উত্তর, দিনান্তে ঘরে ফেরার পথে রক্তিম সুর্যটাকে প্রশ্ন রাখে কে আমি ? ঘূর্ণি হওয়ার মত একটি প্রশ্নই ঘুরপাক খায় এই একটি প্রশ্ন বাতাসে শীষ দিয়ে যায়, আমি কে ? আমি মানুষ। পারিনা নীল আকাশের হাতছানিকে উপেক্ষা করতে ধবল জোসনায় ভেসে যেতে যেতে নিজেই বলে উঠে আমি তো মানুষ ! ক্ষুদা নিবারণে অন্নের যোগাড়ে ক্লান্ত আমি তবুও মনে জাগে কে আমি ? আমি মানুষ । . মানুষ তাই, অনুভুতিশীল, আবেগপ্রবন.। মানুষ বলেই নীল আকাশ দেখে থমকে দাড়াই , ছুটে যাই সবুজের সন্ধানে ছুঁতে চাই দিগন্ত রেখা । কান্না পেলে মুক্তর মত ঝরে পরে অশ্রুধারা, মানুষ বলেই, হয়ত বন্ধুর দুঃখে দুঃখিত হই শোকে হই শোকাহত ।

। মানুষ বলেই আনন্দে কাতর, শোকে মুহুমান আমি , মানুষ বলেই যখন তখন আক্রমন করে বসি প্রতিপক্ষ কে, আর ফেটে পড়ি উল্লাসে, ভেঙ্গে পরি কষ্টে , আমার মাঝে বিবেক , আছে বুদ্ধি আছে আছে চেতনা, আমার চেতনায় রঙ্গে তোমাকে করে তুলি বহুরঙ্গা । আমি মানুষ বলেই, নয়মাস গর্ভধারণ এর পর আগলে রাখি ভুমিষ্ট শিশুটিকে অনেক কাল , যদি হারিয়ে ফেলি তাকে!! শ্রাবনের অঝোর ধারার বৃষ্টি বা কাল বৈশাখীর রুদ্র মাতন । কিছুই পারেনা রুখতে আমাকে। আমি মানুষ তাই , একটু স্বস্তির নিশ্বাসের আশ্বাসে যাই ছুটে নদীর কাছে।

আমি তার চোখে দেখতে পাই জোনাকির ঝিক মিক আলো অনুভুতিতে বুঝে নি তার আক্ষেপ তার উচ্ছাস আর উল্লাস । আমি শুধু একটি মাংশ পিন্ড নই একটি হৃতপিন্ড আছে যে প্রতি মুহুত্বে জানান দিচ্ছে আমি আছি আমি আছি ...। । বৃষ্টির একটা কবিতা আমার কে ভাবায় , তখন থেকেই তোলপার নিজের ভেতর আমি কে ? মানুষ সৃষ্ঠির এই সন্ধান আজ ও চলছে চলছে বহু তর্ক বিতর্ক আমি বলব বিগ ব্যান এর থেওরি মতে প্রথিবী সৃষ্ঠির পর মানুষেই হলো একমাত্র বুদ্ধিজীবি প্রাণী । বৃষ্টি আমরা মানুষ এটাই পরিচয় ।

এটাই আমার আহঙ্কার ! আমরা নেকড়ের মতন অন্যান্য হিংস্র প্রাণীর মতন নিজ সন্তান কে পরিনত করিনা খাদ্যে কারণ আমার বিবেক আছে । আমরা বিবেক বুদ্ধি চেতনা সম্পন্ন একজন । . বহু বছর আগেও রবি ঠাকুর ও ঠিক এমনি ভাবে জানতে চেয়েছিলেন তার সেই কবিতা । বত্সর বত্সর চলে চলে গেল । দিবসের শেষ সুর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্দ সন্ধায় কে তুমি ? মেলেনি উত্তর ।

এমনি করেই আমরাও কোনো দিন বিলুপ্তির পথ অনুসরণ করব যেমন আগেও হয়েছে । সেদিন আরো উন্নত কোনো মানুষ এই একেই প্রশ্ন করবে কে আমি ? এটা একটা দুষ্টমি পোস্ট বলে ধরে নেবেন


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।