আমাদের কথা খুঁজে নিন

   

চেতনায় রাজাকার...!

দ্য ইনভিজিবল

সেদিন এক্টা ডিস্পেন্সারীতে গেলাম অষুধ কিনতে। যাইয়া দেখি দোকানী আর ইয়ং বয়েসি দুইটা ছাত্রটাইপ ক্রেতা ঝগড়া লাগছে। ঝগড়ার বিষয়বস্তুটা বুঝতে না পেরে তাদের ঝগড়া দেখতে লাগলাম। এক্টা ছাত্র বলতেছে," আপনে কোন বিবেকে আমারে রাজাকার কইলেন? আমার বয়স দেইখা কী মনে অয় আমি রাজাকারী করছি? তখনতো আমার বাপেরও জন্ম অয়নাই! বেকুপের মত কতা কন ক্যা?" দোকানী ঐ ছাত্রের কথায় প্রথমে এক্টু চুপ করলেন। তারপর ঠান্ডা সুরে বললেন," ৭১ সালে যারা স্বাধীনতার বিরোধীতা করছে, তারা রাজাকার।

আর যারা এখন বাংলাদেশের স্বার্থের বিরোধী কাজ করে তারা "চেতনায় রাজাকার"। তোমরা হেই কিসিমের পাবলিক। অহন যাও। আমি কোন দান করতে পারুমনা" ...ঘটনার এখানেই সমাপ্তি। তবে যত আস্তে আস্তে আমি ঘটনার বয়ান করছি, কথা-বার্তাগুলান তার থেইক্যাও জোরে চলছে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।