আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের ভিসা কেন এত কঠিন ?



গত বৎসর সেপ্টেম্বরে একটা ইভেন্ট দিয়েছিলাম ভারতের সান্দাকফু যাব বলে । ২০০০ সালে ভ্রমণ সঙ্গী রাসেল আর ইউসুফ বলেছিল সান্দাকফু ট্রেকিং এর কথা । যাবার চেষ্টা যেন কেন করা হয়নি । এবার আর কিছুতেই বাদ যাবে না সান্দাকফু । সিদ্ধান্ত চূঁড়ান্ত !! যাব যাবই ।

কিন্তু হায় ! আমাকে তো ভিসা দিল না । যাব কিভাবে ? সাহায্যে করতে এগিয়ে এল সালমা আপু আর পল্লব ভাই । এবার পেলাম ভিসা । যাক মান বেঁচে গেল তাদের কল্যানে । এবার ব্যাগ গুছানোর পালা ।

সব জিনিস নিলাম ঠিক মত । বাস রাত ৯ টায় । কিন্তু ঢাকার জ্যাম ঠেলে যখন বাসে উঠলাম তখন বাজে নয়টা ত্রিশ । এই ত্রিশ মিনিট কিভাবে যে পাঁচজন বাসের লোকদের কি বুঝিয়ে বাস আটকে রেখেছিল তারা তা আল্লাহই জানে । বৃষ্টি, জ্যাম, আর পহেলা বৈশাখের চাঁদা দিয়ে বুড়িমারি পৌছাতে সকাল দশটা বেজে গেল ।

এবার এস আর পরিবহনের জলিল মামাকে ডেকে পাসপোর্ট ধরিয়ে নাস্তা খেলাম বুড়ির হোটেলে । কাষ্টম আর ইমিগ্রেশনের কাজ সারা হতেই রত্তনা দিলাম । চেংরাবান্ধা অর্থ্যাৎ ভারতের ইমিগ্রেশন অংশে । আমাদের দল রবিউল হাসান খান মনা নিজাম উদ্দিন মিজান মোহাম্মদ সাইফুল সুমন এস এম শহীদুল ইসলাম রানা জাকারিয়া সবুজ মশিউর রহমান মাসুম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.