আমাদের কথা খুঁজে নিন

   

ইসরায়েল ইন বাংলাদেশ !!!

সাধারণ মানুষ, কিন্তু এই দেশে সাধারণের দাম নেই

আজকে ফেসবুকে একটা পেজের সন্ধান পেলাম, পেজ টির নাম ছিল Israel in Bangladesh। ইসরায়েলের সাথে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ক স্থাপনে কিছু লোক গোপনে কাজ করে যাচ্ছে শুনেছিলাম, কিন্তু এখন তো দেখছি এটা প্রকাশ্য হয়ে যাচ্ছে, এই পেজ টাই এর প্রমান । পেজটায় নোট হিসেবে লেখা ছিল নিম্নরুপ ঃ Since Israel and Bangladesh do not enjoy formal diplomatic relations, this online embassy serves to foster friendship between the nationals of Israel and Bangladesh on FB. Hopefully we can soon build real embassies in Bangladesh and Israel, Shalom! ইসরায়েলের সাথে অনলাইন এম্ব্যাসি বানিয়েছে কেউ আর তাতে ৪৮২ জন লাইক ও করেছে। দেখে মনে হল পেজটা কোনো বাংলাদেশি বানায় নি। তবে অনেক মুসলিমের কমেন্ট দেখলাম।

ইসরায়েল আমাদের অনেক আগে স্বীকৃ্তি দিতে চাইলেউ সেটা গ্রহন করা হয় নি (আশা করবো ভবিষ্যতেউ গ্রহন করা হবেনা)। এক বার নয়, আমার জানা মতে ৩ বার ইসরায়েল মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ কে স্বীকৃ্তি দিতে চেয়েছিল। কিন্তু কোনো বার ই বাংলাদেশ সেটা গ্রহন করেনি। না হওয়ার ই কথা। ইস্রায়েল কোনো কোনো রাষ্ট্র নয়, ওটা ফিলিস্তিনিদের ভূমি জোর করে দখল করা একটা ইহুদি বস্তি।

বাংলাদেশে তো মোসাদের অনেক এজেন্ট আছে, এদের মধ্যে কেউ ই কাজটা করেছে হয়ত। কিন্তু বাংলাদেশের সাথে ইসরায়েল সম্পর্ক কোনো ভাবেই মেনে নেয়া হবেনা কারন ওটা একটা সন্ত্রাসী বস্তি আর বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র । যদিও অনেক মুসলিম রাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্ক আছে, কিন্তু বাংলাদেশে সেটা সম্ভব নয় কিন্তু কি যে হচ্ছে তা বোঝা কঠিন। ফেসবুক পেজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.