আমাদের কথা খুঁজে নিন

   

আবার উত্ত্যক্তের শিকার স্কুলছাত্রীর আবার আত্মহন।চিৎকার দিয়ে বলতে চাই ধিক আমাদের এই হিজড়া সমাজের প্রতি, ধিক হিজড়া সমাজপতিদের প্রতি।

গান পাগলা সহজ সরল মন ভোলা তবে অন্যায়ে প্রতিবাদী
বেনাপোল, ২৪ এপ্রিল পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বখাটেরা উত্ত্যক্ত করায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ৮ম শ্রেণীর ছাত্রী দোলা খাতুন (১৩)। বুঝিনা মেয়েগুলা কেন এত অভীমানি হয়। এই বেজন্মা ইভটিজারেরা সব সময় নীকৃষ্ট, এই বোকা মেয়ে গুলা কেন যে তাদের কথা আমলে নেয়। রাস্তার কুকুর তো ঘেউ ঘেউ করবেই। আসলে সহ্যেরওতো একটা সীমা আছে, কতটুকু কষ্ট পেলে এই বয়সের একটা মেয়ে এই পথটা বেছে নেয় সেটা হয়তো আমরা বুজবোনা।

এত আইন কানুন এত কিছু করার পরও সরকার কেন ইভটিজিং বন্ধ করতে পারছেনা। নাকি আইনগুলো শুধু মাএ একটা শ্রেণীর জন্যই প্রয়োগ যোগ্য। প্রভাবশালী কারো ভাই অথবা ছেলে হোলে সিথলযোগ্য। একটা গ্রমে যদি ২০০০ মানুষ থাকে,সেখানে আমার মনে হয়না গড়ে ১০০ টা বখাটে কুকুর আছে। তাহলে বাকি ১৯০০ মানুষের ভূমিকা কি??????? চিৎকার দিয়ে বলতে চাই ধিক আমাদের এই হিজড়া সমাজের প্রতি, ধিক হিজড়া সমাজপতিদের প্রতি।

বিস্তারিত দেখুন
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.