আমাদের কথা খুঁজে নিন

   

খিলগাও তালতলা মার্কেট

আমার ব্যক্তিগত ব্লগ

আজ প্রথম খিলগাও তালতলা মার্কেট এ গেলাম। সামহোয়্যার আউট নিয়ে গেল। আগে অনেক এর নাম শুনেছি। যেমন, অনেক বড় মার্কেট, সব কিছু পাওয়া যায়, দাম সস্তা ইত্যাদি ইত্যাদি। রাস্তার পাশে মার্কেট হলে যা হয়, একটু জ্যামের মতোন হলেও খুব সমস্যা করে না।

মার্কেটে ঢোকার আগেই মেইন বিল্ডিংয়ের সামনে বেশ কিছু কাচা দোকান চোখে পড়ে, বলতেই হয় রাস্তা থেকে দেখতে খুবই খারাপ লাগে। তবে ভিতরে ঢোকার পর দেখি এগুলো আসলে খাবার দোকান। নানা রকম ফাস্টফুড বিক্রি হচ্ছে। বেশ লোভনীয়, বলতেই হয়। আমি দেখছিলাম বাচ্চাদের জিনিসের দোকান।

যা খুজলাম, সেটা পেলাম না (মামিস পোকো প্যান্ট)। তবে ছোটদের ট্রাই সাইকেল দেখলাম। শাফিন (আমার ২ বছরের ছেলে) একটা ধরে টানাটানি করছিল। মান ভাল না, কিন্তু অল্প দামের মধ্যে মোটামুটি চলে। সাইকেলওয়ালা দাম হাকালো ১০৫০।

এক ভদ্রলোক কিনে নিলেন ৬০০ টাকা দিয়ে। আমার দরকারী জিনিস না পেয়ে মার্কেট আর ঘুরে দেখা হয়নি। ওখান থেকে রিক্সা নিয়ে চলে গেলাম অন্য মার্কেটে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।