আমাদের কথা খুঁজে নিন

   

টাকা বিলি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন সি পি এমের এম পি ঘেরাও করে গাড়ি ভাঙচুর: পুলিশের লাঠি



কলকাতার 'আজকাল' পত্রিকার খবর নাস্তিক্যবাদ আর ভোগবাদ মানুষকে অমানুষ করে তোলে। কলকাতার বামপন্থি আর আমাদের দেশের আওয়ামী লীগের মধ্যে পার্থক্য নাই বললেই চলে। বামপন্থিদের নৈতিকতা কত নীচ স্তরের, চতুর বলে ধরা পড়ে না, কিন্তু নিচের খবরটি প্রমাণ করে আসল সত্যটি। জনগণ যদি এখনো সচেতন হয়ে তাদের নেতা নির্বচন না করে তবে বাংলাদেশের অবস্থা কলকাতার চেয়েও ভয়ানক হতে পারে। গ্রামবাসীদের হাতে আটক রামচন্দ্র ডোম (উপরে)।

 (ইনসেটে) এক গ্রামবাসী দেখাচ্ছেন বিলি করা সেই টাকা। নিজস্ব চিত্র। (ছবিটি দেয়া গেল না) অভিমন্যু মাহাত (বীরভূম) বি এন এ: সি পি এমের সংসদ সদস্য রামচন্দ্র ডোমের বিরুদ্ধে ভোটের আগের দিন শুক্রবার ভোটারদের মধ্যে টাকা বিলির অভিযোগে উত্তাল হয়ে উঠলো মহম্মদ বাজারের চরিচা গ্রাম। এই এলাকাটি সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের অধীন। ঘটনার জেরে রামবাবুকে ঘেরাও করে রাখায় জনতা পুলিশ সংঘর্ষ বাধে।

 জেলা প্রশাসনের একটি গাড়ি ভাঙচুর করা হয়। সংসদ সদস্যকে ঘেরাওমুক্ত করতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে। তাতে তিনজন তৃণমূল সমর্থক জখম হন। পুলিশকে ল্ক্ষ্য করে ইট পাটকেলও ছোঁড়া হয়। তাতে দুজন পুলিশকর্মী জখম হয়েছেন।

গোটা ঘটনায় জেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। সাঁইথিয়ার তৃণমূল প্রার্থী পরীক্ষিত বালা বলেন, সি পি এম যে টাকা ছড়িয়ে ভোট কেনে এই ঘটনা তার প্রমাণ। ওই সংসদ সদস্যকে গ্রেপ্তারের দাবি জানিয়েছি আমরা। বীরভূমের জেলাশাসক সৌমিত্র মোহন জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.