আমাদের কথা খুঁজে নিন

   

টাকা + টাকা + টাকা = ভালোবাসা এবং ভাল বাসা (১)



ভালবাসার একপিঠে বিশ্বাস অন্যপিঠে সন্দেহ। এক লেখকের বইয়ে পড়েছিলাম, কাউকে মনের অরজিনাল কপি দিতে নেই। কয়েক কপি ফটোকপি করে রেখে ওর মাঝ থেকে একটা দিতে হয়। নারী, অরজিনালের মূল্য বুঝে না। আমি সত্যি সন্দিহান সত্যিকারার্থের ভালবাসা নিয়ে।

এই একটা জিনিস নিয়ে এতবেশি এক্সপেরিমেন্ট হয় যে তার আসলরুপ আসলে কি তা আজও বিরাট একটা প্রশ্ন । আমাদের দেশে ভালবাসার অন্যতম উপাদান টাকা। আপনার অনেক টাকা আছে আপনার ভালোবাসা এবং ভাল বাসা কোনটারই অভাব নেই। আর নারী, তাকে চেনার মতাতো স্বয়ং দেবতাদেরও নেই। তাই পুরুষ কবি যতই বলুক না, ভালবাসতে বাসতে ফতুর করে দেব, তাতে নারীরূপী মহাজ্ঞানীরা দেউলিয়া দেউলিয়া করতে পেরেই মহাখুশি।

আগেকার দিনে বাসর রাতে পুরুষরা বিড়াল মারতো, এখনকার দিনে প্রথম সাক্ষাতেই নারীরা পুরুষটার মনসিংহকে মেরে বিড়াল বানিয়ে ঘণ্টা লাগিয়ে টুনটুন শব্দ করে রাস্তায় ঘুরায়। ভালোবাসা আজ ফেরি করে প্লট আর ফাটের রমরমা বিজ্ঞাপন হয়ে। রিয়েল স্টেট এর বিজ্ঞাপন মানে বৌয়ের হাতে একটা ফাটের চাবি তুলে দেওয়া। ভালোবাসা কিনতে হয় ভাল বাসা দিয়ে। আর যখন আপনার মানিব্যাগের মানি শূন্যে উড়ে গিয়ে চামড়াটা ঝুলে থাকে তখন আপনার মনময়না উড়াল দেয় নতুন মগড়ালে।

‘বন্ধু আমার জামাই লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাঁইট্টা যায়, ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়’। তবুও পুরুষ ভালোবেসে সিংহাসন ছেড়ে যায়, পাগল হয়ে ঘুরে বেড়ায়, রাস্তায় রাস্তায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.