আমাদের কথা খুঁজে নিন

   

সবার চেয়ে বড় প্রানী মস্তিষ্ক



পরীক্ষার খাতায় ১০০-তে ১০০ পেলে প্রায়ই একটা প্রশংসাবাণী জুটে যায়-ছেলের মাথা আছে বটে । আবার আইন্টাইন মতো বিজ্ঞানীদের মস্তিষ্কের কথা চিন্তা করেও আমাদের মস্তিষ্ক আন্দোলিত হয় । এই মস্তিষ্কের ফলেই দুনিয়াটা মানুষের নিয়ন্রনে রয়েছে । এই মস্তিষ্কের জোরেই অসাধ্যকে সাধ্য রূপান্তর করে টিকে আছি আমরা । তাহলে কত বড় আমাদের মস্তিষ্কর ওজন গড়ে ২ দশমিক ২ পাউন্ড থেকে ৩ দশমিক ৩ পাউন্ড পর্যন্ত হতে পারে । তবে মানুষের মস্তিষ্কের চেয়েও বড় মস্তিষ্ক আছে দুনয়ায় । আর তা রয়েছে স্পার্ম তিমির মাথায়,য়ার ওজন গড়ে ১৭ পাউন্ডর খানিক বেশি,যা কিনা একেকটি স্পার্ম তিমির শরীরের মোট ওজেনর শূন্য দশমিক ৩৪ শতাংশ।তবে স্বস্তির কথা হলো, মস্তিষ্কের পুরো সদ্ব্যবহার স্পর্ম তিমি জানে না । তা না হলে এই লেখা হয়তো কোনো তিমিই লিখত!আর কে পড়ত বলুন তো? মস্তিষ্ক খাটান না !!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.