আমাদের কথা খুঁজে নিন

   

জনগণের মহান সেবক পুলিশের আচার ব্যবহার; আমি মুগ্ধ , আশাকরি আপনারাও মুগ্ধ হবেন।

বালক জানে না তো কতটা পথ গেলে, ফেরার পথ আর থাকে না কোনো কালে...

বাংলাদেশের পুলিশ বিভাগের নামে নানান অভিযোগ । অবশ্য সবই মিছে গুঞ্জন। পুলিশের কাছে আমাকে কক্ষনো বিশেষ কোন কাজে তেমন যেতে হয়নি । মাত্র দুবার আমাকে থানায় যেতে হয়েছিল। তাদের আচরনে আমি মুগ্ধ , বাকহীন।

দুটি পৃথক ঘটনায় আমি তাদের যে শালীনতা , পরিমিতিবোধ আর দায়িত্ববোধ দেখেছি তা আমার মনে থাকবে –কতদিন কে জানে , হয়তো সারা জীবন। ঘটনা ১। । তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি । ময়মনসিংহ শহর।

প্রতিদিন ব্রহ্মপুত্র নদের কিনারে বন্ধুরা মিলে হাটাহাটি করি । একদিন সবাই মিলে সিদ্ধান্ত নিলাম পূর্নিমা রাতে চাঁদের আলোয় নদীর চরে মজা করব সারারাত । চরম উত্তেজনায় প্রস্তুতি নিতে থাকলাম। রাত্রি যাপনের জন্য যা যা দরকার সবই জোগার হলো। রাতে চাদের আলোয় পড়ার জন্য আজাদ অংগন থেকে আহসান হাবিবের রাত বারোটার পরের জোকস কিনে নিলাম ।

শর্ত ঠিক হলো ,জোকস শুনে না হাসলে পাছায় লাথি। দারুন উদ্দিপনার মধ্যে রওনা হলাম । নদীর পাড়ে এসে আমার এক বন্ধু শরিফ(বর্তমানে রংপুর মেডিকেল কলেজে) বল্লো , নদীর ঐ পাড়টা যেহেতু নির্জন তাই পুলিশ কে জানিয়ে গেলে ভাল হয় । বলাতো যায় না যদি কোন দুর্ঘটনা ঘটে। ওকে ফাইন ,সবাই রাজি হলো ,আমি আর শরীফ গেলাম থানায় ।

কর্তব্যরত অফিসারের সাথে দেখা করে বললাম ,আমরা নদীর ঐ পারে আজ সারারাতের জন্য পিকনিকে যাচ্ছি ,কোন অসুবিধা হবে কি ? উনি যা বললেন তা এরকম, এরা কোথা থেকে এসেছে। অন্য একজন কে ডেকে বললেন ,দেখতো মাল টাল খাইছে নাকি । সেই লোক আমাদের মুখের কাছে নাক এনে শুক্লো । তারপর ইশার কি যেন বল্লো । অফিসার তখন আরো খারাপ ভাষায় বল্লো ,এই মাল গুলারে লকারে ঢুকায়া থ তাইলেই রস বাইর অয়া যাইব।

রস বেশি হইছে না । পাছা দিয়া ডান্ডা ঢুকলেই বুঝব। কেউ একজন জন এই দুইডারে লকারে ঢুকায়া ডান্ডার দুইডা বাড়ি দিয়া দে। আরও নানান অস্রাব্য কথা। নেহায়েত তখন ছোট ছিলাম,কিছু বলতে পারিনি।

ঘটনা ২। । কিছু দিন পর এক বন্ধুর মোবাইল চুরি হলো । টের পাওয়ার পর ঐ নাম্বারে কল দিয়ে দেখা গেল কল রিং হয় । এক জন কল রিসিভ করে কিছু না বলে রেখে দিল ।

আমরা জিপি কাস্টমার কেয়ার অফিসে গিয়ে বললাম ,হারানো মোবাইল নাম্বারটির লোকেশন জানাতে। ওরা বল্লো জানতে হলে প্রথমে থানায় জিডি করতে হবে । তারপর পুলিশ যদি জানতে চায় তবেই তারা জানাবে । আমাদের নয়। আমার থানায় ইচ্ছে ছিল না ,বন্ধুর চাপাচাপি তে গেলাম।

গিয়ে দেখি কর্তব্যরত অফিসার গল্প করছেন এক মহিলার সাথে । কিছু ক্ষন দাঁড়িয়ে থকার পর আমরা বললাম ,স্যার একটা জিডি করবো। উনি আরো কিসুক্ষন পরে আমাদের দিকে চেয়ে বল্লেন কি করবেন? আমরা আবার বললাম , জিডি করবো। করেন । বলে উনি আবার গল্পে মনযোগ দিলেন ।

থানায় আমরা আসিনি কখনো । ঘটনা ১ এর পর পুলিশ দেখতে পারিনা মনেমনে। জানি না জিডি কিভাবে করে , নাম শুনেছি শুধু । অনেকক্ষন পরেও উনি কিছু বললেন না আমাদের কি করতে হবে , আমরা কিসের জন্যই বা জিডি করতে চাই । জিডি না করেই আমরা চলে এলাম।

এরপর আর কখনো থনায় বা পুলিশের কাছে যাইনা । কিন্তু ঘটনা দুটি ভুলতে পারি না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.